নিউজ পোল ব্যুরো: সপ্তাহ শেষে ভয়াবহ ঘটনা। শনিবার সকালে প্রকাশ্যে খুন করা হল জাতীয় তাপবিদ্যুৎ কর্পোরেশনের (NTPC) ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) কুমার গৌরবকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে সকাল ৯:৩০ নাগাদ ঝাড়খণ্ডের হাজারিবাগে। পিঠে গুলিবিদ্ধ অবস্থায় কুমার গৌরবকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাজারিবাগের পুলিশ সুপার অরবিন্দ কুমার সিংহের মতে, হামলায় সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেপ্তারের জন্য তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কুমার গৌরব ঝাড়খণ্ডে এনটিপিসির কেরেন্দারি অফিসে কর্মরত ছিলেন এবং কর্মস্থলে যাওয়ার পথে অজ্ঞাতপরিচয় আততায়ীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।
আরও পড়ুনঃ Dead Body: ভয়ঙ্কর, খড়ের গাদা থেকে উদ্ধার ঝলসানো দেহ
জাতীয় তাপবিদ্যুৎ কর্পোরেশনের (NTPC) ডেপুটি জেনারেল ম্যানেজারের সঙ্গে ঘটনাটি ঘটার আগে হাজারীবাগ এবং বরকাগাঁওয়ের মধ্যবর্তী একটি এলাকায় ঘটে, যেখানে অতীতে একই ধরণের হামলা হয়েছে বলে অভিযোগ রয়েছে। প্রায় দুই বছর আগে, একই অঞ্চলে ঋত্বিক কোম্পানির জেনারেল ম্যানেজারকে গুলি করে হত্যা করা হয়েছিল। এনটিপিসি বরকাগাঁও এবং কেরন্দারি অঞ্চলে বেশ কয়েকটি প্রকল্পে সক্রিয়ভাবে জড়িত এবং এর কর্মকর্তারা প্রায়শই এই এলাকায় যাতায়াত করেন। তবে এই ঘটনার পর, এনটিপিসির কর্মচারী এবং কর্মকর্তারা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এইভাবে পরপর ঘটনা ঘটতে থাকলে বাইরে বের হওয়া দায় বলেছেন জাতীয় তাপবিদ্যুৎ কর্পোরেশনের বহু কর্মীরা।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/