Rekha: কেন মা হতে চাননি রেখা? অবাক করা কারণ ফাঁস!

বিনোদন

নিউজ পোল ব্যুরো: বলিউডের চিরসবুজ অভিনেত্রী রেখা (Rekha) শুধুমাত্র এক অসাধারণ অভিনেত্রীই নন, তিনি এক রহস্যময়ী নারীও। তাঁর ব্যক্তিগত জীবন, প্রেম, বিচ্ছেদ, সম্পর্ক—সবকিছু নিয়েই বরাবরই কৌতূহলের অন্ত নেই। আজও তিনি বহু ভক্তের হৃদয়ে এক অমোঘ আকর্ষণ। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবন যেন এক খোলা বই, যার প্রতিটি পৃষ্ঠা রহস্যে মোড়া। সিনেমার মতোই রেখার বাস্তব জীবনেও ছিল ভালোবাসার অনেক গল্প। তাঁর প্রেমজীবন নিয়ে বারবার নানা গুঞ্জন শোনা গিয়েছে বলিউডের অন্দরে। তবে ১৯৯০ সালে তিনি একেবারে বাস্তবেই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ব্যবসায়ী মুকেশ আগরওয়াল (Mukesh Agarwal)-এর সঙ্গে। প্রেমের মোহে তিনি হয়তো ভেবেছিলেন, এবার জীবনে একটু স্থিরতা আসবে। কিন্তু সেই সুখ ছিল অত্যন্ত ক্ষণস্থায়ী।

আরও পড়ুন:- Womens Day: শিল্পকলায় নারী, বিশেষ দিন উপলক্ষে বিশেষ সম্মান জ্ঞাপন নারীদের

বিয়ের মাত্র সাত মাসের মধ্যেই (Seven Months of Marriage) ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। মুকেশ আত্মহত্যা করেন, আর রেখার(Rekha) জীবনে নেমে আসে এক গভীর শোকের অধ্যায়। অনেকেই রেখাকে এই ঘটনার জন্য দায়ী করতে চেয়েছিল, কিন্তু সত্যি বলতে, তিনি নিজেই তখন ভীষণভাবে বিধ্বস্ত ছিলেন। এত বড় ধাক্কা সামলেও রেখা থেমে থাকেননি। বরং একসময় তিনি প্রকাশ্যেই বলেছিলেন, তিনি এখনও প্রেমে পড়তে প্রস্তুত (Ready to Fall in Love Again)। এক সাক্ষাৎকারে রেখা বলেছিলেন— “আমি যদি এমন কাউকে পাই যে আমার ভক্তদের সঙ্গে আমাকে ভাগ করে নিতে পারবেন, আমি ভেবে দেখব। আমি যদি সত্যিই প্রেমে পড়ি, তবে আমি সেই মানুষটার জন্য সবকিছু করব। আমি তাঁর জন্য রান্না করব, তাঁর ডায়েটের খেয়াল রাখব, এমনকি তাঁর পোশাক বদলে দিতে পর্যন্ত সাহায্য করব!” অনেক অভিনেত্রীই মা হওয়ার স্বপ্ন দেখেন, কিন্তু রেখা বরাবরই বলেছিলেন যে সন্তান নেওয়ার পরিকল্পনা তাঁর নেই (No Plans for Children)। তিনি মনে করেন, সন্তান থাকলে তিনি আর জীবনের অন্য কোনো দিকেই সম্পূর্ণভাবে মনোযোগ দিতে পারবেন না। তাঁর মতে, যদি তাঁর সন্তান থাকত, তবে সেটাই তাঁর সবচেয়ে কাছের হয়ে যেত, আর সেই ভালোবাসায় অন্য কেউ যেন বঞ্চিত হত।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

এই কথাগুলো শুনে অনেকেই অবাক হয়েছিল, কিন্তু রেখার জীবনযাপন সবসময়ই ছিল অন্যদের থেকে আলাদা। তিনি শুধু ভালোবাসতে চেয়েছেন, নিজেকে উজাড় করে দিতে চেয়েছেন। আজও রেখাকে ঘিরে রহস্যের শেষ নেই। তাঁকে ঘিরে অসংখ্য গুঞ্জন, প্রেমের গল্প, সম্পর্কের ওঠানামা, সবই যেন বলিউডের গসিপ কলামের (Bollywood Gossip) অন্যতম চর্চিত বিষয়। তিনি কি আজও কাউকে ভালোবাসেন? তাঁর জীবনে কি সত্যিই কেউ আছেন? সেই প্রশ্নের উত্তর হয়তো কেউ জানে না। কিন্তু একটা সত্য কেউ অস্বীকার করতে পারবে না—রেখা(Rekha) শুধুই একজন অভিনেত্রী নন, তিনি বলিউডের ইতিহাসের এক জীবন্ত কিংবদন্তি (Living Legend), যাঁর প্রতিটি অধ্যায়ই রহস্য ও আকর্ষণে মোড়া!