Champions Trophy: রবিবার জিতছে ভারতই, দাবি মহারাজের

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: রবিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত এবং নিউজিল্যান্ড। ঘরের মাঠে বিশ্বকাপ জিততে না পারলেও এবার চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন্স হওয়ার হাতছানি রোহিত শর্মার দলের সামনে। পারবে কি তারা কিউইদের হারিয়ে শিরোপা ছিনিয়ে নিতে? নাকি বাজি মারবে মিচেল স্ট্যান্টনারের নিউজিল্যান্ড? রবিবাসরীয় ফাইনালে কার পাল্লা ভারী এবারে সেটাই জানিয়ে দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

আরও পড়ুনঃ Jemimah Rodrigues: ভারতের হিট‌ওম্যান

শনিবার বিকেলে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোয়ের ডাকে মধ্যমগ্রামে এমএলএ কাপের ফাইনাল ম্যাচে উপস্থিত হয়েছিলেন সৌরভ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলার মহারাজ জানিয়ে দিলেন কোন দলকে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) সম্ভাব্য চ্যাম্পিয়ন মনে করছেন। বলেন, “ভাল খেলা হবে। ইন্ডিয়া ফেভারিট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতই জিতবে। এই টুর্নামেন্টে ভারত এখনও অপরাজেয়। তারা দারুণ ফর্মে আছে। তাই ভারতেরই জেতার সম্ভাবনা বেশি। সবাই ভাল ফর্মে আছে।”

২০০০ সালেও চ্যাম্পিয়ন্স ট্রফির (তখন এর নাম ছিল, আইসিসি নকআউট ট্রফি) ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং নিউজিল্যান্ড। সেই ম্যাচে দেশকে নেতৃত্ব দেন সৌরভ। শুধু তাই নয়। সেঞ্চুরিও করেছিলেন। তবু জয় আসেনি। নিউজিল্যান্ড তাঁর চোখের সামনে দিয়ে ট্রফি নিয়ে চলে যায়। তবে এবারে মহারাজের দাবি, মেন ইন ব্লু’র জয় শুধু সময়ের অপেক্ষা। তাঁর কথায়, “দলের জয়ের ধারা অব্যাহত। তাই দলে পরিবর্তনের কোন প্রয়োজন নেই।”

প্রাক্তন ভারত অধিনায়কের কাছে প্রশ্ন রাখা হয়েছিল বর্তমান অধিনায়ক রোহিত শর্মাকে নিয়েও। সৌরভ বোর্ড সভাপতি থাকাকালীনই পাকাপাকিভাবে ভারতের অধিনায়ক হয়েছিলেন রোহিত। হিটম্যানের অবসর নেওয়া উচিত কি না সে প্রশ্নের জবাবে সৌরভ বলেন, “রোহিত ভালো ফর্মে আছে। এই তো ৬ মাস আগে বিশ্বকাপ জিতল। অধিনায়ক হিসেবেও সফল হচ্ছে। এখন রোহিতের অবসরের কোনো কারণই নেই। কেন অবসর নেবে?” যদিও চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) এবং ভারতীয় দল নিয়ে এতকিছু বললেও বাংলা ক্রিকেট নিয়ে তেমন কোনো মন্তব্য করতে চাননি ‘প্রিন্স অব ক্যালকাটা’।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

শুধু বলেন, “বাংলার কোচ লক্ষ্মী রতন শুক্লা এটা দেখছে। লক্ষ্মী ভাল কোচ।” পাশাপাশি মধ্যমগ্রামে এমএলএ কাপের ফাইনাল ম্যাচ প্রসঙ্গে তাঁর মন্তব্য, “এত ভাল মাঠে ফুটবল খেলা হচ্ছে। এত দর্শক। খুব ভাল লাগছে।” এদিন এসেই খেলোয়াড়দের সঙ্গে হাত মেলান সৌরভ। এদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক যে খুব শিগগিরই আসতে চলেছে তা সকলেরই জানা। এই প্রসঙ্গে মহারাজ জানান, “কাজ চলছে। ডিসেম্বরে রিলিজ হবে।”