নিউজ পোল ব্যুরো: ফাল্গুন মাসেও দক্ষিণবঙ্গে (South Bengal) শীতের ছোঁয়া রয়ে গিয়েছে। আবহাওয়া (Bengali Weather Forecast) যেন ক্ষণে ক্ষণে রঙ বদলাচ্ছে—সকালে হালকা শীত, দিনে উষ্ণতা, আবার রাতের দিকে পারদ পতন। এই আবহাওয়ার পরিবর্তনের মধ্যেই রাজ্যের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Meteorological Department)। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের প্রথম দিক পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal) তাপমাত্রায় তেমন বড় পরিবর্তন হবে না। তবে সপ্তাহের শেষ দিকে কিছুটা উষ্ণতা বাড়বে। পরবর্তী সপ্তাহ থেকে তাপমাত্রা (Temperature) ক্রমশ ঊর্ধ্বমুখী হবে, অর্থাৎ গরমের প্রবণতা বাড়তে শুরু করবে। যদিও এখনো সামান্য শীতের আমেজ বজায় রয়েছে, মার্চের মাঝামাঝি সময় থেকে তা পুরোপুরি বিদায় নেবে।
আরও পড়ুন:- Weather Update: তীব্র গরমে নাজেহাল শহর!
আবহাওয়া(Bengal Weather Forecast) দপ্তর জানিয়েছে, বর্তমানে দক্ষিণবঙ্গের (South Bengal) কলকাতা (Kolkata), হাওড়া (Howrah), হুগলি (Hooghly), উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas), পূর্ব মেদিনীপুর (East Midnapore), পশ্চিম মেদিনীপুর (West Midnapore), ঝাড়গ্রাম (Jhargram), পুরুলিয়া (Purulia), বাঁকুড়া (Bankura), পূর্ব বর্ধমান (East Burdwan), পশ্চিম বর্ধমান (West Burdwan), বীরভূম (Birbhum), মুর্শিদাবাদ (Murshidabad) এবং নদিয়া (Nadia) জেলায় বৃষ্টির (Rain) সম্ভাবনা নেই। তবে উপকূলবর্তী কিছু এলাকায় সকালে কুয়াশার (Fog) প্রভাব থাকবে।অন্যদিকে, উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), জলপাইগুড়ি (Jalpaiguri) এবং আলিপুরদুয়ার (Alipurduar) জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি (Thunderstorm) হতে পারে, বিশেষ করে শনিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকতে পারে। শনিবারের জন্য হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করা হয়েছে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
তাপমাত্রার ওঠানামা ও হঠাৎ বৃষ্টির কারণে অনেকের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যাঁরা সর্দি-কাশিতে ভুগছেন, তাঁদের সতর্ক থাকা প্রয়োজন। সকালে ও রাতে গরম পোশাক রাখা উচিত, আবার দিনের বেলা হালকা পোশাক বেছে নেওয়াই ভালো।সামগ্রিকভাবে, দক্ষিণবঙ্গে (South Bengal) এখনই বৃষ্টি (Rain) না হলেও, উত্তরবঙ্গে (North Bengal) ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, আগামী সপ্তাহ থেকে গরমের(Bengal Weather Forecast) প্রবণতা বাড়তে শুরু করবে, তাই আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।