নিউজ পোল ব্যুরো: এক বাঙালি গৃহবধূর মৃতদেহ দীর্ঘ কুড়ি দিন পর পর্তুগাল (Portugal) থেকে তার গ্রামের বাড়িতে শান্তিপুরে পৌঁছালো, রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) উদ্যোগে। এই গৃহবধূ কর্মসূত্রে পর্তুগালে রাঁধুনীর (Radhuni) কাজ করতেন। দুর্ঘটনাবশত পর্তুগালে তার মৃত্যু হয় তার স্বামী অন্য রাজ্যে কাজ করতেন। তার কাছ থেকে মৃত্যুর সংবাদ (Death news) পেয়ে গোটা পরিবার শোকস্তব্ধ হয়ে পড়ে। এরপর পরিবার শান্তিপুরের (Santipur);স্থানীয় বিজেপি যুব মোর্চার সঙ্গে যোগাযোগ করে এবং তারা বিষয়টি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) এর কাছে জানায়।
আরও পড়ুন:Bengal Weather Forecast: ফাল্গুনেও শীতের ছোঁয়া!
রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar);এমন একটি মানবিক উদ্যোগ নিয়েছিলেন তার পরামর্শে এবং সাহায্যে বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে ওই গৃহবধুর মৃতদেহ পশ্চিমবঙ্গে নদীয়া জেলার শান্তিপুরে (Santipur) পৌঁছানোর ব্যবস্থা করে। দীর্ঘ সময় পার হলেও, কুড়ি দিন পর গৃহবধুর কফিন বন্দে মৃতদেহ শান্তিপুরে তার পরিবারের কাছে পৌঁছায়।

পরিবারের সদস্যরা রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদারকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তিনি আমাদের অনেক সাহায্য করেছেন আমাদের কাছ থেকে দূরে থাকা এই দূরদর্শী উদ্যোগটি ছাড়া আমাদের জন্য অনেক কিছুই সম্ভব হত না। এই মানবিক পদক্ষেপ (Humanitarian action) এর মাধ্যমে ডক্টর সুকান্ত মজুমদার শুধু একজন রাজনৈতিক নেতাই নয়। বরং একটি জীবন্ত দৃষ্টান্ত স্থাপন করেছেন যে রাজনীতি না করেও মানুষের জন্য কাজ করা যায় এবং মানবিক সহানুভূতির মাধ্যমে সব পরিস্থিতিকে সহজ করা সম্ভব।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

এদিন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, পর্তুগালের (Portugal) লিজবনে থাকতো ওই গৃহবধূ। রান্নার কাজ করত। তিনি জানান, এটা খুব সাধারণ ছবি পশ্চিমবঙ্গের! কাজের খোঁজে দেশ বিদেশ পারি দিচ্ছে। আর সেখানেই খুন হতে হল তাকে। পরিবারের লোকজন যোগাযোগ করে আমি সেই মত সব ব্যবস্থা করে দেই এবং গৃহবধুর মৃতদেহ ভারতে ফিরে এসেছে। এই দুঃখের মধ্যেও পরিবারের লোকজন কিছুটা হলেও সান্তনা পেয়েছে যে, মায়ের মৃতদেহ সামনে থেকে দেখে। ওনাদের পাশে থেকে আমিও অত্যন্ত খুশি।
আরও পড়ুন:International Women’s Day: নারী দিবসে বিশেষ উদযাপন সল্টলেকে