Bangladesh: ঢাকার রাজপথে নিষিদ্ধ সংগঠনের মিছিল, ছোঁড়া হল গ্রেনেড

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: কার্যত নৈরাজ্যের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ (Bangladesh)। রোজই কিছু না কিছু ঘটছে। এবারে নিষিদ্ধ সংগঠন ‘হিজবুত তাহেরী’র (Hizb ut Tahrir) মিছিলকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হল রাজধানী ঢাকায়। শুক্রবার সকালে নিষিদ্ধ সংগঠনটি ‘মার্চ ফর খিলাফত’ মিছিল বের করে। যা ঢাকার পল্টন মোড়ের কাছে পৌঁছতেই চেহারা নেয় রণক্ষেত্রের।

আরও পড়ুনঃ Bangladesh: শরীর পুরোপুরি না ঢাকায় ছাত্রীকে হেনস্থা, শাস্তি নয়, মিলল বীরের সম্মান

শুক্রবার জুম্মা। সূত্রের খবর, নামাজ শেষে হিজবুত তাহেরী’র ব্যানার নিয়ে একটা মিছিল বেরোয় ঢাকার রাজপথে। পুলিশের বাধা না মেনেই এগোচ্ছিল মিছিলটি। এরপর পল্টন মোড়ের কাছে মিছিল লক্ষ্য করে পুলিশের তরফে কাঁদানে গ্যাসের শেল এবং সাউন্ড গ্রেনেড ছোঁড়া হয় বলে জানা গিয়েছে। সেইসঙ্গে এলোপাতাড়ি লাঠিচার্জও করে পুলিশ। ফলে কার্যত ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল।

গত জুলাইয়ে গণ অভ্যুত্থানে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। এরপর থেকেই নয়া বাংলাদেশ (New Bangladesh) গঠিত হয়েছে বলে দাবি করা হচ্ছে বারবার। কিন্তু দিনের পর দিন ধরে দেশটিতে যেসমস্ত ঘটনা ঘটছে তাতে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে জনগণের সুরক্ষা নিয়ে। এমনিতেই বাংলাদেশে সংখ্যালঘুদের বর্তমান অবস্থা চিন্তায় রেখেছে গোটা বিশ্বকে। তার ওপর প্রকাশ্য দিবালোকে নিষিদ্ধ সংগঠনের মিছিল যে গোটা আবহে এক বাড়তি মাত্রা যোগ করছে তা আর বলার অপেক্ষা রাখে না।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এদিন পল্টন মোড় থেকে বিজয়নগর মোড়ের দিকে যাওয়ার পথে হিজবুত তাহেরী’র ‘মার্চ ফর খিলাফত’ মিছিলে পরপর কাঁদানে গ্যাসের শেল এবং সাউন্ড গ্রেনেড ছোঁড়ার পর বেধড়ক লাঠিচার্জ করে পুলিশ। এর জেরে মিছিলে অংশ নেওয়া সমর্থকরা বিভিন্ন অলিতে গলিতে ঢুকে পড়ে। এরপর আবার তারা এক হয়ে পল্টন মোড়ের দিকে ফিরে আসতে থাকে। পুলিশ প্রচুর সমর্থককে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।