Womens Day: শিল্পকলায় নারী, বিশেষ দিন উপলক্ষে বিশেষ সম্মান জ্ঞাপন নারীদের

oftbeat কলকাতা বিনোদন শহর

বিশ্বদীপ ব্যানার্জি/ শুভম দে, কলকাতা: “আমরা নারী আমরা সব পারি।” হ্যাঁ, প্রকৃতপক্ষেই একথা বলতে পারেন নারীরা। কেনই বা পারবেন না? এদেশে শক্তিকে যে নারী রূপেই পুজো করার প্রথা চালু। আর আজকের দিনে সত্যিই হেন কাজ নেই যা নারীরা পারেন না। তাই এবার আন্তর্জাতিক নারী দিবসের (Womens Day) ঠিক আগের সন্ধ্যায় নারীদের একটু বিশেষভাবে সম্মান জানানো হল KOI World Wide সংস্থার উদ্যোগে।

আরও পড়ুনঃ Elephant Tusks: হাজরা মোড় থেকে উদ্ধার মহামূল্যবান হাতির দাঁত, ধৃত ৪

৮ মার্চ, শনিবার আন্তর্জাতিক নারী দিবস (International Womens Day)। তার আগে এই বিশেষ দিনটি উপলক্ষ্যে শুক্রবার কলকাতার তাজ বেঙ্গল হোটেলে KOI World Wide -এর উদ্যোগে আয়োজিত হল মোট ২২ জন শিল্পীর একটি বিশেষ শিল্পকলা প্রদর্শনী অনুষ্ঠান। যার নাম, Women in Art। অর্থাৎ শিল্পে নারী।

নারী বিনা সৃষ্টি অসম্পূর্ণ। তাই এই প্রদর্শনীতে বিভিন্ন ছবি এবং ভাস্কর্যে নারীদেরই বিভিন্নভাবে ফুটিয়ে তোলা হয়েছে। হিন্দু ধর্মে শক্তিকে নারীরূপে পুজো করা হয়। সেই ধারণাটি মাথায় রেখে একদিকে যেমন মা দুর্গা, মা কালী এবং নানা দেবীকে শিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। তেমনিই অন্যদিকে শিল্পে ঠাঁই পেয়েছেন মধ্যবিত্ত বাঙালি ঘরের মা-কাকিমারা।

আবার আজকের এই 5G যুগে নারী সব দিক থেকেই স্বাবলম্বী। পুরুষের থেকে কোনো অংশে কম নয়। এই স্বাধীনচেতা মনোভাবও প্রতিফলিত হয়েছে এই প্রদর্শনীর একাধিক ছবি বা ভাস্কর্যে। নারীর দৈনন্দিন জীবনধারা, নারীর অসাধারণত্ব, তাদের সমস্যা সবকিছুই নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে এই প্রদর্শনী অনুষ্ঠানে। অনুষ্ঠানের আয়োজক তথা KOI World Wide -এর প্রতিষ্ঠাতা কৌন্তেয় সিনহার কথায়, “এটা গত বছর শুরু হয়েছিল। দ্বিতীয় বছর চলছে। Women in Art এর নাম। অর্থাৎ শিল্পে নারীরা আর নারীদের দ্বারা শিল্প। বিভিন্ন শিল্পীরা তাদের কাজের মাধ্যমে নারীদের জীবনধারা তুলে ধরেছেন।”

কলকাতার তাজ বেঙ্গল হোটেলে এদিন সন্ধ্যা সাতটায় এই প্রদর্শনীর উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী মমতা শঙ্কর, অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ জুন মালিয়া, পদ্মশ্রীপ্রাপ্ত মৃৎশিল্পী সনাতন রুদ্রপাল এবং আরো নানান জ্ঞানীগুণীজন। প্রদর্শনীটির ঢালাও প্রশংসা করে মমতা শংকর বলেন, “এত সুন্দরভাবে উদযাপন করা হচ্ছে নারী দিবস উদযাপন করা হচ্ছে। আর এত গুণীজন এখানে এসেছেন সেটা আমার খুবই ভাল লাগছে।” তবে এরই সঙ্গে তিনি যোগ করেন, “আমাদের শুধু নারী দিয়েও চলবে না আবার শুধু পুরুষ দিয়েও চলবে না। নারী, পুরুষ এবং তৃতীয় লিঙ্গ যারা রয়েছেন, প্রত্যেকেরই প্রত্যেকের প্রতি ভালোবাসা থাকা জরুরি।”

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

একই সুর শোনা যায় অভিনেত্রী জুন মালিয়ার গলাতেও। বলেন, “এরকম অনুষ্ঠান খুব কমই হয় কলকাতায়। তাই অবশ্যই আমি ভীষণ খুশি এখানে আসতে পেরে।” এছাড়া আন্তর্জাতিক নারী দিবসের (International Womens Day) আগের দিন নারী প্রসঙ্গে বার্তা দিতে গিয়ে বলেন, “আমি সেভাবে নির্দিষ্ট কোনো দিনে বিশ্বাস করি না। আমার কাছে রোজই মাতৃ দিবস বা কন্যা দিবস ইত্যাদি। তবে আসল কথা হল এই যে আমরা নারী দিবস উদযাপন করছি, এটা ভেবে দেখতে হবে যে সত্যি সত্যি তাদেরকে আমরা তাদের অধিকারটা দিচ্ছে কি না।”