Cat Superstition: কালো বিড়াল রাস্তা কাটলেই ভয়! কিন্তু কেন?

oftbeat কলকাতা

নিউজ পোল ব্যুরো: রাস্তায় বেরিয়েছেন, বেশ ফুরফুরে মেজাজে হাঁটছেন, কিংবা হয়তো বাইক চালিয়ে ছুটছেন গন্তব্যের দিকে। হঠাৎ এক বিড়াল আপনার পথ কাটল! সঙ্গে সঙ্গেই ব্রেক কষলেন, কিছুটা থমকে দাঁড়ালেন। মনে কেমন যেন অদ্ভুত একটা অস্বস্তি! আশেপাশের লোকজনের চোখেমুখেও আতঙ্কের ছাপ। কেউ বলবে, “একটু দাঁড়ান ভাই, না হলে অঘটন ঘটে যাবে!” আবার কেউ হয়তো রাস্তায় থুতু ফেলে দিব্যি নিজের পথ ধরে হাঁটতে থাকবেন! কিন্তু সত্যিই কি এই বিড়াল-সংক্রান্ত ভয় (Cat Superstition) কোনও বাস্তব ভিত্তি রাখে? নাকি সবটাই কুসংস্কার (Superstition)? বহুকাল ধরে এই বিশ্বাস প্রচলিত আছে যে, বিড়াল যদি রাস্তা অতিক্রম করে, তবে সেই পথে যাত্রা করা উচিত নয়। বিশেষ করে কালো বিড়াল (Black Cat) হলে তো কথাই নেই! অনেকেই মনে করেন, এটি দুর্ভাগ্য (Bad Luck) নিয়ে আসে। আবার কেউ কেউ বলেন, এই বিশ্বাসের পেছনে বৈজ্ঞানিক কোনও ভিত্তি নেই।

আরও পড়ুন:- Jadavpur: তিন তলা বাড়ির বারান্দা থেকে মেয়েকে ঠেলে ফেলে দিল বাবা

তবে একেবারেই কি এটা অমূলক? ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, এই কুসংস্কারের (Superstitions About Cats) পেছনে কিছু বাস্তব কারণও ছিল। আগেকার দিনে, যখন বিদ্যুৎ ছিল না, তখন রাস্তায় হঠাৎ কোনও প্রাণী ছুটে গেলে মানুষ থেমে যেত। কারণ রাতে দেখা না যাওয়ার কারণে দুর্ঘটনার আশঙ্কা থাকত। ফলে ধীরে ধীরে এই প্রবণতাই নিয়মে পরিণত হয়। আর যখন বিড়ালকে প্লেগ রোগের (Plague) বাহক মনে করা হত, তখন বিড়াল দেখে থেমে যাওয়া বা রাস্তা পরিবর্তন করাটা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়ায়। সব দেশে কিন্তু বিড়ালকে অশুভ মনে করা হয় না। যেমন, জাপানে সাদা বিড়ালকে (White Cat) শুভ লক্ষণ হিসেবে ধরা হয়। আবার প্রাচীন মিশরে (Ancient Egypt) বিড়ালকে দেবতা হিসেবে পূজা করা হতো। কিন্তু ইউরোপ ও ভারতের মতো দেশে বিশেষ করে কালো বিড়ালকে দুর্ভাগ্যের প্রতীক ধরা হয়। কেউ কেউ তো বলেই বসেন, “ওই কালো বিড়ালটা(Cat Superstition) রাস্তা না কাটলে আজ লটারিটা জিতে যেতাম!” আপনি নিশ্চয়ই দেখেছেন, অনেকে বিড়াল রাস্তা কাটলে থামার পাশাপাশি থুতুও ফেলেন! কেন? কারণ তাঁদের ধারণা, এটি করলে অশুভ শক্তি (Negative Energy) দূরে থাকবে। যদিও এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবে এটাও একটা লোকাচার যা বহু বছর ধরে চলে আসছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

বিড়াল রাস্তা কাটলে থমকে দাঁড়ানো কি সত্যিই জরুরি? আসলে, এটা সম্পূর্ণই ব্যক্তিগত বিশ্বাসের ওপর নির্ভর করে। তবে অযথা আতঙ্কিত হয়ে পড়ার কোনও কারণ নেই। আপনি যদি যুক্তিবাদী হন, তাহলে এসব কুসংস্কারে কান না দিয়ে আপনার যাত্রা চালিয়ে যেতে পারেন। আর যদি মনে শান্তি পান থামলে, তাহলে একটু দাঁড়িয়ে গেলেই বা ক্ষতি কী! তবে থুতু ফেলাটা বাদ দিলেই ভালো—পরিষ্কার-পরিচ্ছন্নতা বলে একটা ব্যাপার আছে না! বিড়াল পথ কাটলে কি সত্যিই কিছু অঘটন ঘটে? নাকি সবটাই কাকতালীয়? বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এটার কোনও প্রমাণ নেই। তবে সমাজে প্রচলিত বিশ্বাস, লোকাচার ও অতীত ইতিহাস একে এক ভয়ঙ্কর কুসংস্কারে পরিণত করেছে। তাই পরের বার যখন কোনও বিড়াল আপনার পথ কাটবে(Cat Superstition), তখন আতঙ্কিত না হয়ে একবার ভাবুন—আপনার ভাগ্য বিড়ালের ইচ্ছার ওপর নির্ভর করে, নাকি আপনার নিজের সিদ্ধান্তের ওপর?