নিউজ পোল ব্যুরো : দুবাইয়ের মাটিতে ভারতের জয়। নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy Final) জয় ভারতীয় ক্রিকেট দলের (Team India)। ৯ মাসের মাথায় পরপর আইসিসি ট্রফি (ICC Trophy) জয় রোহিতদের (Rohit Sharma)। বিদেশের মাটিতে এই জয়ের জন্য শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী (PMO) নরেন্দ্র মোদী (Narendra Modi)। ভারতীয় দলকে (Indian Cricket Team) শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী। শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Murmu) থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), রাহুল গান্ধী (Rahul Gandhi) সহ অনেকেই।
আরও পড়ুন: Champions Trophy : বিশ্বকাপ না পেলেও বিশ্বচ্যাম্পিয়ন ভারত!
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “অসাধারণ একটি খেলা (Champions Trophy Final) এবং অসাধারণ ফলাফল!আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তোলার জন্য আমাদের ক্রিকেট দলের জন্য গর্বিত। তারা পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলেছে। অসাধারণ চারিদিকে প্রদর্শনের জন্য আমাদের দলকে অভিনন্দন।”
https://x.com/narendramodi/status/1898771321405751325?t=WJJw3HHg4BzqKOyMg-0DWQ&s=19
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy Final) জয়ের জন্য টিম ইন্ডিয়াকে আন্তরিক অভিনন্দন। ভারতই একমাত্র দল যারা তিনবার ট্রফি জিতেছে। ক্রিকেট ইতিহাস তৈরির জন্য খেলোয়াড়, ব্যবস্থাপনা এবং সাপোর্ট স্টাফরা সর্বোচ্চ প্রশংসার দাবিদার। আমি ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”
https://x.com/rashtrapatibhvn/status/1898774679222972446?t=fT0YKqSgLzW8GYfwMEOuxQ&s=19
বাংলার মুখ্যমন্ত্রী টুইট করে লিখেছেন, “আজ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ টুর্নামেন্টে অসাধারণ জয়ের জন্য আমাদের ভারতীয় দলকে অভিনন্দন একটি শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে, আমাদের ছেলেরা সর্বোচ্চ স্তরের শক্তি এবং স্থিতিস্থাপকতা দেখিয়েছে, ধারাবাহিকতা বজায় রেখেছে এবং আমরা দক্ষতার সাথে ট্রফি জিতেছি! ভারতীয়দের জন্য অসাধারণ গর্বের একটি সন্ধ্যা।”
https://x.com/MamataOfficial/status/1898772180114276681?t=B7i7wl_uPnbAPXZIZakRjA&s=08