নিউজ পোল ব্যুরো: বেপরোয়া টোটোর(Toto) ধাক্কা কেড়ে নিলো চার বছরের শিশুর জীবন (Child Death)। ঘটনাটি দক্ষিণ দিনাজপুর (South Dinajpur ) জেলার তপনের (Tapan Accident )চক সাথিহার এলাকার ঘটনা। রবিবার (Sunday) দুপুরে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে, যেখানে বেপরোয়া টোটোর ধাক্কায় মারা যায় ৪ বছরের শিশু (Child Death) অনুপ কিস্কু। শিশুটি তপনের পাড়িলা এলাকার বাসিন্দা ওই দিন তার দিদা (মাই টুডুর) সাথে এক আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, দিদার নজর এড়িয়ে ছোট্ট অনুপ রাস্তা পার হতে গেলে, এক টোটো তাকে সজোরে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে দ্রুত বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা (Doctor’s) মৃত বলে জানিয়ে দেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। কিভাবে কি ঘটে গেল বুঝেই উঠতে পারছেন না পরিবারের লোকজন। ঘটনার তদন্তের দাবি জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে।
আরও পড়ুন : https://thenewspole.com/2025/03/09/hardik-pandya-and-mohammed-shami-put-india-under-pressure/
পরিবার সুত্রের খবর, মৃত অনুপ (Justic For Anup) কিস্কু ছিল পরিবারের ছোট ছেলে (child Death) । যার মৃত্যুতে কার্যত শোকস্তব্ধ হয়েছে চক সাথিহার এলাকাও। মৃত্যুর পর শোকস্তব্ধ মায়ের কান্নায় ভেঙে পড়েছে পুরো পরিবার, বিশেষ করে দিদা মাই টুডু, যিনি নিজের চোখের সামনে এই নির্মম ঘটনা দেখেছেন। এ ঘটনার পর পুরো এলাকা শোকাভিভূত, এবং শিশু মৃত্যুর (Child Death) জন্য বেপরোয়া গাড়ি চালনার বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/