Mamata Benerjee: জানেন কি মমতার ফিট থাকার রহস্য

কলকাতা

নিউজ পোল ব্যুরো: তিনি সকলের দিদি। গোটা দেশ তথা বিশ্বের কাছে তিনি ‘দিদি’ হিসেবেই পরিচিত। বুঝতে কারও বাকি নেই যে কার কথা বলা হচ্ছে। তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ব্যস্ততাই তাঁর সর্বক্ষণের সঙ্গী। নিজের দিকে দেখার সময়ই পান না। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সকলের প্রিয় জননেত্রী নিজেদের দিকে দেখার সময়ই পান না। এবেলা উত্তরে তো ওবেলা দক্ষিণে। পায়ে যেন সর্ষে দেওয়া। রাজ্যের মুখ্যমন্ত্রী হলে কি হবে তিনি একেবারেই করেন সাধারণ জীবনযাপন। এখনও থাকেন টালির বাড়িতে। জানেন কি এত দৌড়াদৌড়ি করেও তাঁর ফিট থাকার রহস্য? কি কান বাংলার মুখ্যমন্ত্রী? জেনে নিন তাঁর পছন্দের খাদ্য তালিকায় (Favourite Food) কি কি রয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে আদ্যপান্ত বাঙালি। তবে শরীরের জন্য ছাড়তে হয়েছে ভাত-রুটি। ২২ বছরের বেশি সময় ছেড়েছেন ভাত-রুটি খাওয়া। ভারী নয় হালকা খাবারই পছন্দ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর সবচেয়ে পছন্দের খাবার মুড়ি আর চকলেট। লোকসভা নির্বাচনের আগে পাঁশকুড়া গিয়ে জানিয়েছিলেন তাঁর পছন্দের খাবার হল চপ মুড়ি। সেই সময়ে তিনি বলেছিলেন, ‘এখন তো খাওয়ারও সময় পাই না। খাই একবার রাতে। তখন যদি তেলেভাজা আর মুড়ি খাই, তাহলে তো খাওয়াটাই গেল। এমনিতেই এখন ভাত খাই না, রুটি খাই না। কিছু তো খেতে হবে।’ তাছাড়াও মমতার রোজের খাদ্য তালিকায় প্রতি দু’ঘণ্টা অন্তর চা ও বিস্কুট রয়েছে। মিষ্টি খেতেও তিনি খুব ভালবাসেন। আমিষ নয় বেশি পছন্দের নিরামিষ খাবার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ব্রত থাকলে ধোকার ডালনা দিয়ে মুড়ি খান। তিনি।

আরও পড়ুনঃ Narendra Modi: জানেন কি প্রধানমন্ত্রী মোদীর পছন্দের খাবার কি

বলা ভালো মমতার (Mamata Banerjee) স্টাইলও নজরকাড়া। বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী হয়েও হাওয়াই চটি আর তাঁতের শাড়ির সঙ্গ তিনি ছাড়েননি। তাঁর জীবনযাত্রা নিয়ে বহু মানুষেরই আগ্রহ রয়েছে। অনেকেই বলেন সারা দিনে এত ছোটাছুটি করে কিভাবে নিজেকে ভালো রাখেন। তিনি জানিয়েছেন, খাওয়া-দাওয়াও নিয়ন্ত্রিত রাখার পাশাপাশি প্রতিদিনই বেশ কয়েক কিলোমিটার হাঁটার অভ্যাস রয়েছে তাঁর। মমতা ঘনিষ্ঠ সকলেরই জানেন মুখ্যমন্ত্রীর ব্যাগে সময়ই থাকে মুড়ি, লজেন্স । জেলা সফরেও হালকা খাবারই পছন্দ করেন। এমনকি সার্কিট হাউজে তিনি যখন থাকেন তখন তাঁর জন্য হালকা রান্না হয়।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/