Champions Trophy : শামি-হার্দিক চিন্তায় রাখলেন রোহিতকে

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: রবিবাসরীয় চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) ফাইনালে ব্রায়ান লারাকে (Brian Lara) ছুঁয়ে ফেললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে লারা টানা ১২টি টস হেরে রেকর্ড করেছিলেন। রবিবার রোহিতও টানা ১২টি টস হারলেন ওডিআইতে। আর তাতেই তাঁর সামনে হাজির হয়েছে এক অভাবনীয় বিশ্বরেকর্ডের সুয়োগ।

আরও পড়ুনঃ Champions Trophy: বারবার অভিযুক্ত রোহিতরা, ভারতের ট্রফিজয় কি তাহলে সময়ের অপেক্ষা?

চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) ফাইনালসমেত ভারত খেলল মোট ৫টি ম্যাচ। এর আগের চারবারই রোহিত টস হেরেছেন কিন্তু ম্যাচ জিতে নিয়েছেন। রবিবারও যদি একই ঘটনা ঘটে তাহলে কোন ম্যাচে টস না জিতেও টুর্নামেন্ট যে তার অভূতপূর্ব রেকর্ড গড়বেন হিটম্যান। কিন্তু সেই বিশ্বরেকর্ড কি আদৌ করতে পারবেন ক্যাপ্টেন রোহিত? প্রথম ১০ ওভারে ৬৯/১ থাকা নিউজিল্যান্ড এদিন ২৩.৪ ওভারে ১০৮/৪ হয়ে যায় স্পিনারদের সৌজন্যে। উইল ইয়ংকে ফিরিয়ে যে স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন বরুণ চক্রবর্তী তাকে বাস্তবের রূপদান করেন কুলদীপ, জাদেজারা। তিন স্পিনার ৩০ ওভারে মাত্র ১১৫ রান খরচ করে ৫ উইকেট তুলে নিয়েছেন।

এরপরেও হাইভোল্টেজ ফাইনালে আড়াইশোর গণ্ডি পেরিয়ে গেল কিউইরা। কারণটা দুই পেসার মহম্মদ শামি (Mohammed Shami) এবং হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। দুজনের ১২ ওভারে এল ১০৪ রান। আর সেটাই মিচেল স্যান্টনারের দলকে পৌঁছে দিল ফাইটিং টোট্যালে। শেষ তিন ওভারে দুজনে বিলোলেন ৩৫। যে উইকেটে ভারতীয় স্পিনারদের পড়তে কালঘাম ছুটেছে ব্যাটারদের, একই সারফেসে শামি-পাণ্ডিয়ার একের পর এক শর্ট বল আর লেন্থ বল ভারতের চাপ যে বাড়িয়ে দিল তা আর বলার অপেক্ষা রাখে না।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

বিশেষজ্ঞদের সকলেরই মত, ব্ল্যাক ক্যাপদের যদি ২১০ থেকে ২২০ এর মধ্যে আটকে রাখা যেত, তাহলে ভারতের চ্যাম্পিয়ন্স জয় (Champions Trophy) কার্যত নিশ্চিত ছিল। তবে ভারতীয় পেসাররা অন্তত ২০-২৫ রান বেশি দিয়ে দিয়েছেন। এতে পরে চাপ হতেই পারে। ভুললে চলবেনা ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে এই একই প্রতিপক্ষের বিরুদ্ধে ২৪০ রানও তারা করতে পারেনি মেন ইন ব্লু। এবারে মঞ্চটা আরো বড়। কে না জানে, ফাইনালে বড় রান তাড়া করার চাপ কী জিনিস!