Holi 2025: কবে হোলি ১৪ না ১৫ মার্চ?

জেলা দেশ রাজ্য লাইফস্টাইল সংস্কৃতি

নিউজ পোল ব্যুরো: আসছে দোল পূর্ণিমা (Dol Purnima)। গোটা ভারতবর্ষে এটি এক মহা উৎসবের দিন, যখন সবাই রঙের উৎসবে মেতে ওঠে। দোল বা হোলি উৎসবের (Holi 2025) সময়, দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আনন্দের ঢেউয়ে ভেসে যায় মানুষজন। সকল বয়সের মানুষ একত্রিত হয়ে রঙিন আবিরে (Colourful Abir) নিজেদের রাঙিয়ে তোলে, আনন্দ ভাগ করে নেয় এবং প্রানভরে হাসে।

আরও পড়ুন:Brain Health: মস্তিষ্ককে তাজা রাখার সহজ খাদ্যাভ্যাস

হিন্দু ধর্মে দোল পূর্ণিমা (Dol Purnima) বিশেষ গুরুত্বপূর্ণ। এই দিনে শ্রীকৃষ্ণ (Shri Krishna) ও রাধারানীর (Radha Rani) মধুর প্রেমের কাহিনীর উদযাপন হয়। রাধা ও কৃষ্ণের প্রেমলীলা মানুষের হৃদয়ে একটি বিশেষ স্থান অধিকার করেছে,যা দোলপূর্ণিমার এই দিনটিকে আরও আনন্দময় করে তোলে।

এবছর ১৪ মার্চ পালিত হবে। তবে এর আগে ১৩ মার্চ সকাল ১০.৩৫ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হবে, যা শেষ হবে ১৪ মার্চ দুপুর ১২.২৩ মিনিটে। বিশেষ করে, হোলি উৎসব (Holi 2025) এ বছর দুদিন ধরে পালিত হবে। প্রথম দিন অর্থাৎ ১৩ মার্চ, হোলিকা দহন হবে, যা হোলির আগের রাতে অনুষ্ঠিত হয়। হোলিকা দহন সাধারণত একটি আধ্যাত্মিক অনুষ্ঠানের (Spiritual ceremony) মত পালন করা হয়, যেখানে খারাপ শক্তির বিরুদ্ধে ভালো শক্তির জয় উদযাপন করা হয়। এটি বিশেষভাবে অসুর হোলিকাকে পুড়িয়ে ধ্বংসের প্রতীক হিসেবে দেখা হয়, যা মানুষের পাপ এবং ভ্রান্তি দুর করতে সহায়তা করে।

আরও পড়ুন:Nargis Fakhri: ভুল সম্পর্কের দিকে এক পদক্ষেপও নয়!

এরপর ১৪ মার্চ রঙের উৎসব (Holi 2025) শুরু হবে, যেখানে সবাই একে অপরকে রঙ ছিটিয়ে আনন্দে মেতে উঠবে। সেই সঙ্গে মিষ্টি, ঠান্ডাই,স্ন্যাকস এবং হালকা গান বাজনা এবং নাচের পরিবেশে দিবসটি আরও আনন্দময় হয়ে উঠবে। তবে ভারতের বিভিন্ন অঞ্চলে চৈত্র কৃষ্ণ প্রতিপদে উদয়া তিথি হওয়ায় বিভিন্ন অঞ্চলে চৈত্র কৃষ্ণ প্রতিপদে উদয়া তিথি হওয়ায় ১৫ মার্চেও হোলি উদযাপন (Celebration) করা হবে। এ বছর হোলি উৎসব হবে রঙের হোলি এবং মিলনের প্রতীক হিসেবে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/