নিউজ পোল ব্যুরো: শিলিগুড়ির (Siliguri) মহকুমার ফাঁসি দেওয়া এলাকার মতিধর চা বাগানের (Tea Garden) বারো ও তেরো নম্বর সেকশনে একটি চিতা বাঘকে (Leopard) খাঁচায় বন্দি অবস্থায় পাওয়া গেছে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রবিবার সকালে চা বাগানে (Tea garden) চৌকিদার যখন বাগানটি পরিদর্শন করছিলেন তখন তিনি দেখতে পান একটি চিতা বাঘ (Leopard) খাঁচা বন্দি অবস্থায় রয়েছে। ঘটনাটি দেখে তৎক্ষণাৎ চা বাগান কর্তৃপক্ষকে খবর দেন তিনি।
আরও পড়ুন:TMC: ভোটার কার্ডে ইউনিক আইডির দাবি তৃণমূলের

খবর দেওয়া মাত্রই বাগান কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং যথাযথ পদক্ষেপ (Steps) নেওয়ার জন্য ঘোষপুকুর বনদফতরের সঙ্গে যোগাযোগ করেন। বনদপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চিতা বাঘটিকে উদ্ধার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা (Arrangement) নেন।বনকর্মীরা চিতা বাঘটিকে (Leopard) উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার পর এলাকাবাসীরা একে একে ঘটনাটি জানতে পারেন। চিতা বাঘের এমন হঠাৎ দেখা দেওয়া এবং খাঁচায় বন্দি হওয়ার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক (Panic) সৃষ্টি করেছে। তবে বনদফতরের (Forest Department) প্রয়াসে দ্রুত উদ্ধার কার্যক্রম চালিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়।

আরও পড়ুন: Santoshpur Station: ভয়াবহ অগ্নিকাণ্ড সন্তোষপুরে!
বনদফতর সূত্রে খবর, অনেক সময় বন্যপ্রাণী খাবারের সন্ধানে মানুষের বসতিতে চলে আসে তবে এই ধরনের ঘটনা কখনো কখনো অনেক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে এলাকাবাসী এবং বনদফতরের (Forest Department) যৌথ উদ্যোগে এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব।
বর্তমানে চিতাবাঘটি নিরাপদ স্থানে ফিরে গিয়ে তার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যাবে বলে আশা করা হচ্ছে। তবে বনদফতর কর্তৃপক্ষ এই ধরনের ঘটনা গুরুত্ব দিয়ে আগাম সর্তকতা (Warning) ব্যবস্থা গ্রহণ করতে পারে যাতে ভবিষ্যতে এই ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া যায়।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/