নিউজ পোল ব্যুরো: রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত এবং নিউজিল্যান্ড। দুই বছরেরও কম ব্যবধানে এই নিয়ে টানা চারটি আইসিসি প্রতিযোগিতার ফাইনালে টিম ইন্ডিয়া। যেহেতু গত বছরই বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ১১ বছরের আইসিসি ট্রফির খরা কাটিয়েছেন রোহিতরা, তাই মনে করা হচ্ছে এবারেও ট্রফি জয় কার্যত সময়ের অপেক্ষা। সেক্ষেত্রে জানিয়ে রাখি, এমনটা কিন্তু মোটেই নয়। কারণ কিছু বিষয় রবিবাসরীয় ফাইনালের আগে ভারতের বিপক্ষে গিয়েছে।
আরও পড়ুনঃ Rohit Sharma: চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে শুধু একটি কাজই করতে হবে হিটম্যানকে
প্রথমেই আসা যাক ফাইনালের দিনটির কথায়। আজ রবিবার দুবাইতে অনুষ্ঠিত হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) ফাইনাল। এদিকে তথ্য বলছে, ভারত আজ পর্যন্ত যে কয়টি আইসিসি প্রতিযোগিতার ফাইনাল হেরেছে, সবকটি ম্যাচই হয়েছে রবিবার। সে তুলনায় শনিবার দিনটি বরং ভারতের জন্য অনেকটাই পয়া। ১৯৮৩ বিশ্বকাপ, ২০১১ বিশ্বকাপ এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত শনিবারেই জিতেছিল। উল্টোদিকে রবিবারে মেন ইন ব্লু’কে ২০০৩ বিশ্বকাপ ফাইনাল, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল এবং ২০২৩ বিশ্বকাপ ফাইনাল হারতে হয়।
অবশ্য তার মানে এমনটা মোটেই নয় যে রবিবার ভারতের পক্ষে আইসিসি ট্রফি জেতা একেবারেই সম্ভব না। ২০১৩ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত রবিবারেই জিতেছিল। তাই দিন নিয়ে হয়ত অতটা চিন্তা করারও কোনো কারণ নেই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। যেটা নিয়ে চিন্তা করার রয়েছে তা হল সেমিফাইনালের সূচি। কারণ, পরিসংখ্যান বলছে, আজ পর্যন্ত ভারত যে কটি আইসিসি প্রতিযোগিতা জিতেছে তার প্রায় সবক্ষেত্রেই তারা উক্ত প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালটি খেলেছিল।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
একমাত্র ১৯৮৩ সালের বিশ্বকাপে দুটি সেমিফাইনালই একইদিনে একই সময়ে হয়েছিল। এছাড়া ২০০৭ টি-২০ বিশ্বকাপ, ২০১১ বিশ্বকাপে, ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৪ টি-২০ বিশ্বকাপে অর্থাৎ যেই প্রতিযোগিতাগুলিতে ভারত বিজেতা হয়েছে, প্রতিটিতেই দ্বিতীয় সেমিফাইনাল খেলেছে ভারত। ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে প্রথম সেমিফাইনাল খেলেছিলেন রোহিতরা। তারপর ফাইনালে গিয়ে হারতে হয়। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (Champions Trophy 2025) ভারত প্রথম সেমিফাইনাল খেলেছে। এছাড়া আরো একটি বিষয় হল, ফাইনালের আগে ট্রফি নিয়ে দুই দলের অধিনায়ক যে ছবি তুলেছেন তাতে বাঁদিকে দেখা যাচ্ছে রোহিত শর্মাকে। এদিকে নেটিজেনরা বলছেন, ইদানিংকালে ফাইনালের আগে ট্রফি নিয়ে দুই অধিনায়কের ছবিতে যাঁরা যাঁরা বাঁদিকে দাঁড়িয়েছেন তাঁদের দলই হেরেছে। এখন রবিবার কী হয় সেটাই দেখার।