নিউজ পোল ব্যুরো: বছর দুয়েক আগে এক নভেম্বরের দুপুরে টস হেরেছিলেন তিনি। ম্যাচের (CWC 23) ফলাফল সকলেরই জানা। অস্ট্রেলিয়ার (IND vs AUS) কাছে হেরেছিল কাশ্মীর থেকে কন্যাকুমারী। সেই শুরু। তারপর থেকে টানা ১৪টি একদিনের (ODI) ম্যাচে টস (Toss) ভাগ্য ফেরেনি রোহিতের। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (Champions Trophy 2025) চারটি ম্যাচেই টস হেরেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। যদিও চারটি ম্যাচেই জিতেছে টিম ইন্ডিয়া। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে আজ ফাইনালে (Champions Trophy Final) নিউজিল্যান্ডের (IND vs NZ) বিরুদ্ধে খেলবেন কোহলিরা (Virat Kohli)। টস কারো হাতে নেই একথা বলাই বাহুল্য। কিন্তু অনেক সময় নক-আউট (ICC Knock Out) ম্যাচে এই টসই গড়ে দেয় ভাগ্য। যেমনটা গড়ে দিয়েছিল ২০২৩ সালের ১৯ নভেম্বর। তাই আজ টসে জেতা ভারতের (India) জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একথা বলার অপেক্ষা রাখে না। কিন্তু টসে জিতলে কি নেওয়া উচিৎ প্রথমে? বল না ব্যাট? এই বিষয়ে রোহিতকে পরামর্শ দিয়েছেন প্রাক্তন কিউয়ি কোচ মাইক হেসন (Mile Hesson) এবং তাঁদের প্রাক্তন সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)।
আরও পড়ুন: Champions Trophy : দিন, সূচি আর কী কী রবিবার বিপক্ষে যাচ্ছে টিম ইন্ডিয়ার?
হেসনের মতে ফাইনালে (Champions Trophy Final) ভারত যদি প্রথমে ব্যাট করে তাহলেই সুবিধা হবে ভারতের। কারণটা বরুন চক্রবর্তী। চলতি টুর্নামেন্ট কেকেআরের রহস্য স্পিনারকে বুঝতেই পারছেন না বিপক্ষ দলের ব্যাটসম্যানরা। গত রবিবারই নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছেন বরুন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও নিয়েছেন ২ উইকেট। ব্ল্যাকক্যাপদের প্রাক্তন কোচ বলেছেন, “নিউজিল্যান্ডের দিক থেকে বলতে গেলে ওরা প্রথমে ব্যাট করে বড় রান তুলে চাপে ফেলতে চাইবে ভারতকে। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যেমনটা করেছিল। কারণটা অবশ্যই বরুন চক্রবর্তী। ফ্লাডলাইটের আলোয় ওর বল বোঝা ভীষণ মুশকিল।“

অন্যদিকে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন অতটা গুরুত্ব দিতে চাইছেন না টসের বিষয়ে। ভারতের টস হারার সংখ্যাটা যদি আজ (Champions Trophy Final) চোদ্দো থেকে পনেরোও হয় তাহলেও চিন্তিত হবার কোন কারণ দেখছেন না তিনি। নিজের ইউটিউব চ্যানেল ‘অ্যাশ কি বাত’ -এ অশ্বিন জানিয়েছেন, “রোহিতরা টস জিতুক বা হারুক, এই নিয়ে মাথা ঘামানোর কোন প্রয়োজন নেই। নিউজিল্যান্ড যদি টস জেতেন তাহলে ওরা যা খুশি করুক ভারতের তাতে ঘাবড়ানোর কিছু নেই। ভারত প্রথমে ব্যাট করেও সফল হয়েছে আর রান তাড়া করেও।“
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
অশ্বিন মুখিয়ে রয়েছেন কেন উইলিয়ামসনের সঙ্গে রবীন্দ্র জাদেজার লড়াই দেখার জন্য। তিনি বলেন, “যারা ক্রিকেট দেখে তারা জানে জাড্ডু আর কেনের লড়াই। জাদেজা বরাবর কেনকে সমস্যায় ফেলে। ওকে খেলার সময় কেন সবসময় লেগ স্টাম্পের দিক সরে যায়। কিন্তু জাড্ডুও ছেড়ে দেবার পাত্র নয়। ও ক্রমাগত বলের লেংথ এবং গতিতে পরিবর্তন আনতে থাকে। আর পাঁচজন বাঁ-হাতি স্পিনারের থেকে ওর গতি অনেকটাই বেশি। ওর বিরুদ্ধে স্যুইট শট খেলা সহজ নয়।“ তিনি আরও বলেছেন যে মাঝের ওভারগুলোতে জাদেজা এবং কেনের মধ্যে এই লড়াই ম্যাচের (Champions Trophy Final) ভাগ্য গড়ে দিতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাল ফর্মে রয়েছেন প্রাক্তন কিউয়ি অধিনায়ক উইলিয়ামসন। ৪ ম্যাচে ৪৭.২৫ গড়ে ১৮৯ রান করেছেন তিনি। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিও হাঁকিয়েছেন। অন্যদিকে তার ম্যাচে ৪ টি উইকেট নিয়েছেন জাদেজা।