Arrest Rohingya: সীমান্ত পেরিয়ে বাংলায় অনুপ্রবেশের চেষ্টা, গ্রেফতার ২ রোহিঙ্গা

অপরাধ রাজ্য

নিউজ পোল ব্যুরো: সীমান্ত পেরিয়ে বাংলায় অনুপ্রবেশের চেষ্টা, গ্রেফতার রোহিঙ্গা (Arrest Rohingya)। গত বছর বাংলাদেশের শেখ হাসিনার (Sheikh Hasina) সরকারের পতনের পর থেকেই উত্তাপ বেড়েছে ওপার বাংলায়। বাংলাদেশ (বাংলাদেশ) ছাড়ার হিড়িক বেড়েছে। সেই সঙ্গেই ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়েছে উত্তেজনাও। যেকোনও ধরনের অনুপ্রবেশ, অস্ত্রপাচার, বেআইনি কাজ রুখতে সতর্ক রয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও পুলিশ। নজরদারি বৃদ্ধি করা হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তে (India-Bangladesh Border)। তাতেই এসেছে সাফল্য। টাকা দিয়ে অনুপ্রবেশের সময়েই গ্রেফতার দুই রোহিঙ্গা (Arrest Rohingya)।

সূত্রের খবর, নেপালে যাওয়ার উদ্দেশে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করার সময়েই গ্রেফতার করা হয় দু’জনকে। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে ধৃতরা মায়ানমারের রাখাইন প্রদেশের বাসিন্দা। সেখান থেকে কয়েক বছর আগে বাংলাদেশের কক্সবাজারে অনুপ্রবেশ করে। মায়ানমারে সে গুলিবিদ্ধ হয়েছিল বলেও জানায় রেডওয়ান। নেপালে যাওয়ার উদ্দেশে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করছিল বলেই পুলিশের জেরায় জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙা সীমান্তের ধাপড়া বাজার এলাকায়। ধৃতদের আদালতে পেশ করেছে পুলিশ। ধাপড়া বাজার এলাকায় এক পুরুষ ও এক মহিলাকে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পুলিশকে খবর দেন তাঁরা। পুলিশ সে রেডওয়ান (২৪) ও ফরমিনা আখতার (২৭) নামে ২ জনকে গ্রেফতার করে। তাদের চালচলনে সন্দেহ হওয়াতেই জেরা করে পুলিশ। তার পরেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।

আরও পড়ুনঃ Kaziranga Ban Durga: চোরা শিকারিদের আতঙ্ক ‘বনদুর্গা’ বাহিনী!

ধৃতদের জেরা করে পুলিশ জানাতে পারে মায়ানমার থেকে কয়েক বছর আগে বাংলাদেশের কক্সবাজারে অনুপ্রবেশ করে। সম্প্রতি বাংলাদেশ থেকে নেপালে আত্মীয়ের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা। সেইজন্য বাংলাদেশের এক দালালকে ৪০ হাজার বাংলাদেশি টাকা দিয়ে সীমান্ত পার করে ওই দুই রোহিঙ্গা (Rohingya)। সীমান্ত পার করতেই গ্রেফতার হয় তারা। মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই বলেন, “বেআইনি অনুপ্রবেশের অভিযোগে আমরা ১ জন পুরুষ ও ১ জন নারীকে গ্রেফতার করেছি। তারা মায়ানমারের নাগরিক। তাদের গ্রেফতার করে আদালতে পেশ করা হয়েছে। ধৃতদের ভারতে অনুপ্রবেশ করে নেপালে যাওয়ার পরিকল্পনা ছিল।”

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/