Fire: ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৪টি বাড়ি, নষ্ট লক্ষাধিক টাকা

জেলা

নিউজ পোল ব্যুরো: ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন (Fire) পুড়ে ছাই চারটি বাড়ি। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। আগুন নেভানোর কাজ দ্রুত হাত লাগায় স্থানীয়রা।

সূত্রের খবর, রায়গঞ্জ থানার শীতগ্রাম নলপুকুর এলাকায় বিধ্বংসী আগুন লাগে। তাতেই পুড়ে ছাই চারটি বাড়ি। আগুনে ভস্মীভূত প্রায় নগদ ১০ লক্ষ টাকা। এমনটাই দাবি পরিবারের। সোমবার সকালে সজিবুর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে আচমকাই আগুন লেগে যায়। ঘটনাস্থলে রায়গঞ্জ থেকে দমকল বাহিনী ছুটে আসে এবং স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় আগুন নেভানোর কাজ শেষ হয়। তবে আগুন নেভানো সম্ভব হলেও বাঁচানো যায়নি কোনো কিছুই। বাড়ির সমস্ত কিছুই চলে গিয়েছে আগুনের গ্রাসে। কি করবেন সজিবুর রহমান ও তাঁর পরিবার ভেবেই কূল কিনারা পাচ্ছেন না।

রবিবার ম্যাচের শেষে দেশের মানুষ আনন্দে মেতে ওঠে। কিছু মানুষ বাজি এবং পটকা ফাটিয়ে উদযাপন শুরু করেন। কিন্তু এই আনন্দের মধ্যেই ঘটে এক অঘটন। বাজি ফাটাতে গিয়ে একটি ফুলকি, মালদহের (Malda) হকার্স মার্কেটে ছড়িয়ে পড়ে এবং তাতে আগুন লেগে যায়। পুড়ে যায় কয়েকটি দোকান। অন্যদিকে সোমবার, ময়নাগুড়ি (Maynaguri) এলাকায় চলন্ত বাসে আগুন লাগার খবর পাওয়া গিয়েছে।

আরও পড়ুনঃ NBSTC: চলন্ত বাসে লাগল ভয়াবহ আগুন, আহত একাধিক

সোমবার কর্মব্যস্ত সময় আচমকাই জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ময়নাগুড়ি শহরে বাসে আগুন লাগে (Fire) । নিত্যযাত্রীরা সহ অন্যান্য যাত্রীদের নিয়ে বাসটি জলপাইগুড়ি (Jalpaiguri) থেকে ছেড়ে মালবাজার (Market) যাচ্ছিল। ময়নাগুড়ি শহরের মাঝেই হঠাৎ আগুন ধরে যায় বাসটিতে।সূত্রের খবর, এনবিএসটিসির (NBSTC) একটি যাত্রীবাহী বাস সোমবার জলপাইগুড়ি থেকে মালবাজার যাচ্ছিল সেই সময় ময়নাগুড়ির সুভাষ নগর এলাকায় হঠাৎ বাসটিতে (NBSTC) আগুন লেগে যায় এই দুর্ঘটনায় বাসের ভেতর থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং তড়িঘড়ি করে বাস থেকে নামার চেষ্টা করেন। এই সময় বাস চালকসহ চারজন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশও দমকল কর্মীরা (Firefighter), দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট (Short circuit) থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বর্তমানে তারা চিকিৎসাধীন।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/