Air India: ভুয়ো বোমাতঙ্কের কারণে মুম্বইয়ে জরুরি অবতরণ

দেশ

নিউজ পোল ব্যুরো: প্রতিদিনের বিমান চলাচলে কোন না কোন দুর্ঘটনা (Accident) ঘটেই চলেছে, ফলে যাত্রীদের মধ্যে আতঙ্কের (Panic) সৃষ্টি হয়েছে। সম্প্রতি এক বিশেষ ঘটনায় যাত্রীদের মধ্যে ফের আতঙ্কের সৃষ্টি হল। নিউইয়র্কগামী (New York) একটি বিমান চার ঘন্টা উড়ানের পর বোমাতঙ্কের (Bomb scare) খবর পাওয়া গেল। ঘটনার ফলে বিমানের ৩২২ জন যাত্রী এবং ক্রু মেম্বারদের নিয়ে তড়িঘড়ি মুম্বাই বিমানবন্দরে (Mumbai Airport) ফিরে আসতে হয়। কিন্তু বিমানটিতে চিরুনি তল্লাশি করা হলেও কোন বিস্ফোরক পাওয়া যায়নি। মঙ্গলবার বিমানটি ভোরবেলা ফের রওনা দেবে বলে সূত্রের খবর (Air India)।

আরও পড়ুন:Leopard Rescue: বনবিভাগের অবিশ্বাস্য অভিযানে প্রাণ বাঁচল চিতাবাঘের

এয়ার ইন্ডিয়া (Air India) উড়ান সংস্থার মতে, সোমবার ভোর পাঁচটায় মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ ইন্টারন্যাশনাল বিমান বন্দর (Shivaji Maharaj International Airport) থেকে নিউইয়র্কগামী একটি উড়ান রওনা দেয়। বিমানে ৩০৩ জন যাত্রী এবং ১৯ জন বিমান কর্মী (Airline worker) ছিলেন। দীর্ঘ চার ঘন্টা উড়ানোর পর যখন বিমানটি আজারবাইজানের আকাশে পৌঁছায়, তখন জানা যায় যে বিমানে একটি বোমা (Bomb) রয়েছে। এই খবরে যাত্রী এবং বিমান কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং বিমানের পাইলট সঙ্গে সঙ্গেই মুম্বাইয়ের (Mumbai) দিকে ফিরে আসার সিদ্ধান্ত (Decision) নেন। যদিও বিমানটি অনেক দূরে চলে গিয়েছিল, তবুও ফিরে আসতে দীর্ঘ সময় লাগে। অবশেষে সকাল ১০:২৫ মিনিটে মুম্বাই বিমানবন্দরে (Mumbai Airport) বিমানটি অবতরণ (Landing) করে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

এয়ার ইন্ডিয়া (Air India) জানিয়েছে, বিমানে বিস্ফোরক কিছু না পাওয়ার পর মঙ্গলবার ভোরে ফের উড়ানটি নিউইয়র্কের (New York) উদ্দেশ্যে রওনা দেবে। এয়ারলাইন কর্তৃপক্ষ যাত্রীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করেছে। তবে এই ধরনের ভুয়ো বোমাতঙ্কের কারণে যাত্রীরা একাধিকবার সমস্যায় পড়ছেন।

উল্লেখ্য, গত মাসে এমন একটি ঘটনা ঘটেছিল যখন নিউইয়র্ক থেকে দিল্লিগামী একটি মার্কিন বিমান (US aircraft) ইতালিতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিল। গত বছরও হাজার হাজার বিমানে এই ধরনের ভুয়ো বোমাতঙ্ক ছড়ানো হয়েছিল। কেন্দ্রীয় সরকারের (Central Government) পক্ষ থেকে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে, যেমন কোয়ালিটি কন্ট্রোল ইউনিট (Quality Control Unit) চালু করা। তবুও এই ধরনের ভুয়ো আতঙ্ক কমানো যাচ্ছে না।

আরও পড়ুন:Shantipur Incident: শান্তিপুরে কিশোরের উপর নির্মম অত্যাচার