Bangladesh: বাল্য বিবাহে শীর্ষস্থানে বাংলাদেশ, ধারেকাছে নেই ভারত

অপরাধ আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: গত জুলাইয়ে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই নয়া বাংলাদেশ (New Bangladesh) গঠিত হয়েছে বলে দাবি করা হচ্ছে। যদিও এই নয়া বাংলাদেশে প্রশ্নের মুখে পড়েছে নারী সুরক্ষার বিষয়টি। প্রায় দিনই নারী নির্যাতন বা নারীর বিভিন্ন অধিকার কেড়ে নেওয়ার খবর আসছে। তবে এবারে রাষ্ট্রপুঞ্জের অধীনস্থ সংস্থা ইউনিসেফের (UNICEF) রিপোর্টে যে তথ্য সামনে আসছে তা রীতিমত উদ্বেগজনক।

আরও পড়ুনঃ Justin Trudeau: জাস্টিন ট্রুডোর বিদায়, বুড়ো বয়সে কানাডার নতুন প্রধানমন্ত্রী হলেন কে?

আরও পড়ুনঃ Tariff War: ট্রাম্পকে শিক্ষা দিতে হবে! ভারতকে বন্ধুত্বের হাত বাড়াল চিন

ইউনিসেফের সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশে (Bangladesh) বাল্য বিবাহের হার এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি। সেদেশে ২০ থেকে ২৪ বছর বয়সী মহিলাদের মধ্যে ৫০ শতাংশেরও বেশি মহিলার বাল্যবিবাহ হয়েছে। যদিও পাশাপাশি ইউনিসেফ এও জানিয়েছে যে এর আগে প্রতি ৪ জনের মধ্যে একজন নাবালিকার বিয়ে হত। তবে এখন সেটা কমে দাঁড়িয়েছে প্রতি ৫ জনে একজন।

বাংলাদেশের পাশাপাশি ভারতে বাল্য বিবাহের হারও বিস্তারিত তুলে ধরা হয়েছে রিপোর্টে। বাল্য বিবাহ প্রতিরোধের বিষয়টিতে এই মুহূর্তে সবার ওপরে রয়েছে ভারত। এদেশে বাল্য বিবাহের হার মাত্র ২৩ শতাংশ। রিপোর্টে বলা হয়েছে, এদেশে জীবিত মহিলাদের মধ্যে প্রতি ৩ জনের মধ্যে একজনের বাল্য বিবাহ হয়েছে। এছাড়া উল্লেখযোগ্য বিষয় হল, সারা বিশ্বে বাল্য বিবাহ প্রতিরোধে সবথেকে এগিয়ে রয়েছে দক্ষিণ এশিয়া।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

দক্ষিণ এশিয়ায় বাল্যবিবাহের হার ৫৪ শতাংশ থেকে ২৬ শতাংশে নেমে এসেছে।‌ তবু বাংলাদেশ (Bangladesh) আছে বাংলাদেশেই। ইউনিসেফের রিপোর্টে সরাসরি বলা হয়েছে যে বাংলাদেশের ২০-২৪ বছর বয়সী মহিলাদের মধ্যে ২৪ শতাংশই ১৮ বছর পেরোনোর আগে সন্তানের জন্ম দিয়েছেন। অন্যদিকে গত এক বছরে ১৫ থেকে ১৯ মহিলাদের মধ্যে ২৮ শতাংশকে যৌন হিংসার শিকার হতে হয়েছে।