নিউজ পোল ব্যুরো: বি এল আর ও (BLRO Office) অফিস একটি ঘুঘুর বাসা। এমনটাই অভিযোগ করেছেন উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) ল-ক্লার্কের সদস্যের দল। বারাসাত (Barasat) বি এল আর ও অফিসে (BLRO Office) উত্তেজনা তৈরি হয়েছে উত্তর ২৪ পরগনার ল-ক্লার্কের সদস্যদের মধ্যে। তাদের অভিযোগ এই বি এল আর ও অফিসে (BLRO Office) রাতের অন্ধকারে নানা রকমের দুর্নীতি (Corruption) চলছে এবং টাকা-পয়সার বিনিময়ে অবৈধ কাজকর্ম করা হচ্ছে। সম্প্রতি তাদের চোখ খুলে গেছে একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের মাধ্যমে। এই খবরটি তাদের মধ্যে ক্ষোভ (Anger) এবং উদ্বেগ (Anxiety) সৃষ্টি করেছে এবং তারা মনে করছেন যে এই দুর্নীতির (Corruption) বিরুদ্ধে প্রতিবাদ জানানো অত্যন্ত জরুরী।
আরও পড়ুন:Air India: ভুয়ো বোমাতঙ্কের কারণে মুম্বইয়ে জরুরি অবতরণ

এই কারণে সোমবার তারা প্রথমে শান্তিপূর্ণভাবে সমবেত হয়ে বি এল আর ও অফিসের সামনে বিক্ষোভ (Demonstration) প্রদর্শন করেন। সেখানে তারা তাদের অভিযোগ এবং ক্ষোভ প্রকাশ করেন এবং বি এল আর ও অফিস কর্তৃপক্ষের কাছে একটি প্রতিষ্ঠানিক প্রতিক্রিয়া চেয়েছিলেন। তাদের দাবি ছিল, এই দুর্নীতির (Corruption) ব্যাপারে তদন্ত করা হোক এবং দোষীদের শাস্তি দেওয়া হোক।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

তবে যখন তারা অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে গিয়ে তাদের সমস্যার সমাধান চেয়েছিলেন, তখন তারা একটি হতাশাজনক অভিজ্ঞতার (Experience) সম্মুখীন হন। বি এল আর ও অফিসের কর্মকর্তা তাদের জানান যে, ‘এখন সময় নেই, পরে কথা হবে।’ এটি তাদের আরও ক্ষুব্ধ করে তোলে। কারণ তারা মনে করেছিলেন যে তাদের অভিযোগ গুরুত্ব সহকারে শোনা উচিত ছিল। আরও মর্মাহত হয়ে তারা জানতে পারেন যে, যখন মিডিয়া তাদের সঙ্গে যোগাযোগ করতে চায়, তখনও ওই কর্মকর্তা সরাসরি জানিয়ে দেন মিডিয়া হলে ঘরে প্রবেশ করবেন না, মিডিয়ার সঙ্গে কোন কথা নেই।

আরও পড়ুন:Irrigation Canal Iraq: ৩ হাজার বছরের সেচ ব্যবস্থার রহস্য উন্মোচন!
এমন পরিস্থিতি তাদের আরো বিক্ষুব্ধ (Offended) এবং হতাশ করেছে। তারা মনে করেছেন যে, এই ধরনের আচরণে প্রশাসন তাদের দাবি এবং অভিযোগের প্রতি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। তারা এবার কঠোর পদক্ষেপ (Strict measures) গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং তাদের আন্দোলন আরও জোরদার করতে প্রস্তুত।