Women Safety: ভবানীপুরে বিজেপি নেত্রীকে ধর্ষণের অভিযোগ

অপরাধ কলকাতা

নিউজ পোল ব্যুরো: নারী নিরাপত্তার (Women Safety) প্রশ্ন ফের একবার উঠে এল কলকাতার বুকে। শহরের অন্যতম অভিজাত এলাকা দক্ষিণ কলকাতার ভবানীপুরে (Bhowanipore) ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, এক যুবতীকে হোটেলের (Hotel) ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ (Rape) করা হয়েছে। এরইমধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। নির্যাতিতা মহিলা বিজেপি কর্মী বলে খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার রাত আটটার পর এই ভয়ঙ্কর ঘটনা ঘটে। নির্যাতিতা (Victim) জানান, তাঁকে ভবানীপুরের একটি হোটেলে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তাঁর ওপর যৌন নির্যাতন (Sexual Assault) চালানো হয়। শুধু তাই নয়, ঘটনার পর তাঁর মুখ বন্ধ রাখতে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। অভিযুক্ত ব্যক্তির বয়স ৫৯ বছর। তিনি ভবানীপুরেরই বাসিন্দা বলে জানা গিয়েছে। নির্যাতিতা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন, এরপরই পুলিশ তদন্তে নামে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, পুলিশ এরইমধ্যেই তদন্ত শুরু করেছে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে। অভিযুক্ত ব্যক্তি ও নির্যাতিতার মধ্যে আগে থেকে কোনো পরিচয় (Acquaintance) ছিল কি না? বা
কেন এবং কীভাবে ওই যুবতী অভিযুক্তের সঙ্গে হোটেলে গেলেন? তা হোটেলের সিসিটিভি ফুটেজ (CCTV Footage) থেকে পরীক্ষা করা হয়েছে। পুলিশ হোটেলের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ (Interrogation) করছে। পাশাপাশি, ওই যুবতীর বয়ান রেকর্ড করা হয়েছে এবং মেডিকেল পরীক্ষার (Medical Examination) রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনা শুধু কলকাতায় নয়, গোটা রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। কয়েকদিন আগেই পানাগড়ে (Panagarh) সুতন্দ্রা (Sutandra) নামে এক তরুণীর মৃত্যুর ঘটনায় পুলিশি ভূমিকা নিয়ে বিতর্ক হয়েছিল। এবার তার রেশ কাটতে না কাটতেই কলকাতার বুকে এই ভয়ঙ্কর ঘটনা সামনে এল।

আরও পড়ুনঃ

কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে জানানো হয়েছে, তারা এই ঘটনার তদন্তে কোনো গাফিলতি করবে না এবং দোষী প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে শহরের সাধারণ মানুষ চাইছেন, প্রশাসন যেন এমন ঘটনা বন্ধ করতে আরও কঠোর পদক্ষেপ নেয়, যাতে কলকাতার শুধু নয় প্রতেকটি নারী (Women in Kolkata) নিজেদের নিরাপদ মনে করতে পারেন। নারী নিরাপত্তা (Women Safety) নিয়ে বারবার শহরে উঠছে প্রশ্ন।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/