BJP MLA Join TMC: শুভেন্দু গড়ে ভাঙ্গন, তৃণমূলে যোগ বিজেপি বিধায়কের

breakingnews কলকাতা জেলা রাজনীতি

নিউজ পোল ব্যুরো: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে (BJP) বড় ভাঙ্গন। তাও আবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) গড়ে। তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিজেপির বিধায়ক (BJP MLA) তাপসী মণ্ডল। এই তাপসী মন্ডল (Tapashi Mondal) ২০২০ সালে শুভেন্দু অধিকারীর হাত ধরেই সিপিএম থেকে বিজেপিতে এসেছিলেন। এই ঘটনাকে বঙ্গে ভোটের আগে বিজেপির কাছে বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

আজ সোমবার দুপুরে তাপসী মণ্ডল বাইপাসের পাশের তৃণমূল ভবনে গিয়ে সেখান থেকে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দিয়েছেন। তাপসী মন্ডল (Tapashi Mondal) শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলেই রাজনৈতিক মহলে পরিচিত ছিলেন তাপসী। এদিন পূর্ব মেদিনীপুরে সংগঠনের দায়িত্বে থাকা তৃণমূলের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের গাড়িতে তাপসীকে উঠতে দেখা যাওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়। সেই জল্পনাতেই পড়ল শিলমোহর। তৃণমূলে যোগ দিয়েই তাপসী মন্ডল জানিয়েছেন তিনি হলদিয়ার মানুষের উন্নয়নের জন্য কাজ করতে চান। যোগ দিয়েই মমতার প্রশংসায় পঞ্চমুখ হয়ে তাপসী বলেন, “বাংলার মানুষের হৃদয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব শ্রেণির মানুষকে নিয়ে চলার প্রয়াস শুরু করেছিলেন মমতা। ৩৪ বছরের বাম জমানায় বাংলা পিছিয়ে পড়েছিল। মমতা এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই তাপসী চিন্তা করে দেখেছেন যে মানুষের জন্য কাজ করতে হলে মমতার বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত তাঁর কর্মযজ্ঞে সামিল হতে হবে।” তিনি আরও বলেছেন, “প্রগতিশীল এই রাজ্যে বিভাজনের রাজনীতি চলছে। এই রাজনীতি মেনে নেওয়া কঠিন হচ্ছিল। বিভিন্নভাবে প্রতিবাদ করেও লাভ হয়নি। তাই তৃণমূলে জয়েন করছি।”

আরও পড়ুনঃ BJP: ফের উত্তাল রাজ্য বিধানসভা, সাসপেন্ড বিজেপি বিধায়ক

তাপসী মণ্ডলের (BJP MLA) তৃণমূলে (TMC) যোগদান নিয়ে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । তিনি সাংবাদিকদের সামনে বলেছেন, তৃণমূল যদি তাপসী মণ্ডলকে প্রার্থী করলে বিজেপিকে কিছু করতে হবে না যা করার মানুষই করবে। এই যোগদান নিয়ে তিনি টেনেছেন কৃষ্ণকল্যানীর প্রসঙ্গও। তবে যাই হোক, শুভেন্দুর নিজের জেলার নেত্রী এবং বিধায়কের শাসক দলে যোগদান তৃণমূলের বড় জয় বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/