নিউজ পোল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ওয়েবকুপার বার্ষিকী সভা ঘিরে উত্তাল হয়েছে রাজনীতি। জল গড়িয়েছে বহু দূর। যার রেশ এখনও বজায় রয়েছে। এখনও অচলাবস্থা জারি রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। ওই দিনের ঘটনায় শিক্ষামন্ত্রীর গাড়িতে আহত হন প্রথম বর্ষের ছাত্র ইন্দ্রানুজ রায়। যা নিয়েই ঘটনার পারদ চড়েছে বহু গুনে। এই আবহেই এবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) গাড়ি গেল ফরেন্সিক পরীক্ষার জন্য।
সূত্রের খবর, ওই দিন ঠিক কি ঘটেছিল। গাড়িতে কিভাবে আহত হন প্রথম বর্ষের ছাত্র ইন্দ্রানুজ রায়, কী কী ক্ষতি হয়েছে বা কীভাবে ধাক্কা লেগেছে সব পরীক্ষার জন্য পুলিশ শিক্ষামন্ত্রীর গাড়ির ফরেন্সিক পরীক্ষার সিদ্ধান্ত নেয়। তবে শুধু ধাক্কা লাগার ঘটনা নয় ওই দিন শিক্ষামন্ত্রীর গাড়ির কাঁচ ভেঙ্গে দেওয়ার ও গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়ার অভিযোগও উঠেছিল। কিভাবে গাড়ির কাঁচ ভাঙ্গা হয়েছে ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে সবটাই দেখা হবে।
আরও পড়ুনঃ Manipur Incident : মণিপুর বিতর্কে আজও উত্তাল হতে পারে লোকসভা
যাদবপুরের ঘটনার রেশ পৌঁছেছে আদালত পর্যন্ত। হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ব্রাত্য বসুর (Bratya Basu) বিরুদ্ধে অভিযোগ দায়ের করার। সেই নির্দেশ মেনে এফআইআরও দায়ের করা হয়েছে। যাদবপুর থানায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় আহত ছাত্রের অভিযোগের ভিত্তিতে। মামলা রজু করা হয়, খুনের চেষ্টা, মহিলাকে মারধর-শ্লীলতাহানি, খুনের হুমকি-সহ একাধিক ধারায়। সব নিয়েই যত সময় গিয়েছে ততই জটিল হচ্ছে বিষয়টি। যদিও আহত ইন্দ্রানুজের প্রতি ব্রাত্য বসুকে সমবেদনা জানাতে দেখা যায়। আহত ছাত্রের বাবা-মায়ের সঙ্গেও তিনি নিজে ফোনে কথা বলেন।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/