নিউজ পোল ব্যুরো: বর্তমানে সাইবার ক্রাইম (Cyber Crime) একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যেখানে প্রতারকরা ডিজিটাল মাধ্যমে সাধারণ মানুষকে তাদের ধোঁকায় ফেলে তাদের আর্থিক ক্ষতি করে থাকে। সঠিক তদন্ত এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এসব অপরাধীদের আইনের আওতায় এনে অনেক ক্ষতিগ্রস্ত নাগরিকদের টাকা ফেরত দেওয়া সম্ভব। বিধাননগর পুলিশ কমিশনারেট (Bidhannagar Police Commissionerate) -এর সাইবার ক্রাইম বিভাগ (Cyber Crime Department) সম্প্রতি এমনই একটি চমকপ্রদ উদ্যোগ নিয়েছে, যেখানে তারা সাইবার প্রতারণার শিকার নাগরিকদের ফিরে পাওয়া ২ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়েছেন।
আরও পড়ুনঃ Cyber Crime: পুলিশ সেজে প্রাক্তন সেনাকে ভয় দেখিয়ে টাকা লুঠ, পুলিশের জালে ১
বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে DCDD কুলদীপ সানোওয়ানি (DCDD Kuldeep Sanowani) এক সাংবাদিক বৈঠক (Press Conference) আয়োজন করে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, দীর্ঘ তদন্তের পর সাইবার ক্রাইম (Cyber Crime) বিভাগের সদস্যরা প্রতারকদের চিহ্নিত করে উদ্ধার করেছেন সেই বিপুল পরিমাণ অর্থ। সাইবার ক্রাইমের ক্ষেত্রে প্রতারিত নাগরিকরা অনেক সময় তাদের অমূলক দাবি বা সম্পর্কের প্রলোভনে পড়ে নিজেদের টাকা হারিয়ে ফেলে। কিন্তু বিধাননগর পুলিশ কমিশনারেটের এই উদ্যোগ নাগরিকদের জন্য আশার আলোর মতো কাজ করেছে।
বিধাননগর সাইবার ক্রাইম বিভাগ (Bidhannagar Cyber Crime Division) ২,০৫,০০,০০০ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে, যা বিভিন্ন জায়গার নাগরিকদের কাছ থেকে প্রতারক চক্র (Fraud Syndicate) নিয়ে চুরি করা হয়েছিল। এই নাগরিকরা মূলত বিধাননগর কমিশনারেটের আওতাধীন বিভিন্ন জায়গায় বসবাস করেন, যেমন বাগুইআটি (Baguihati), সল্টলেক (Salt Lake), এয়ারপোর্ট (Airport), এবং রাজারহাট নিউটাউন (Rajarhat Newtown)। এই এলাকায় বসবাসকারী অনেক মানুষ সাইবার প্রতারণার শিকার হন এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ চুরি হয়ে যায়। তবে বিধাননগর সাইবার ক্রাইম বিভাগের পুলিশ আধিকারিকরা অত্যন্ত সতর্কতার সঙ্গে তদন্ত শুরু করেন। তারাবপ্রতারণার শিকার ব্যক্তিদের থেকে পাওয়া অভিযোগগুলির উপর ভিত্তি করে প্রযুক্তিগত পদক্ষেপ গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণ করে অভিযুক্তদের গ্রেপ্তার করেন। এই প্রসঙ্গে, DCDD কুলদীপ সানোওয়ানি আরও জানান, সাইবার ক্রাইমের বিরুদ্ধে এই ধরনের সাফল্য আরও নাগরিকদের সতর্ক করবে এবং প্রতারকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
এছাড়া, বিধাননগর পুলিশ সাইবার ক্রাইমের বিরুদ্ধে জনসাধারণকে আরও সচেতন করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে এরইমধ্যেই। নাগরিকদের মধ্যে সচেতনতা তৈরি করা, সাইবার নিরাপত্তা সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করা এবং প্রতারণার হাত থেকে রক্ষা পেতে কীভাবে সতর্ক থাকতে হবে, সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। বিধাননগর পুলিশ কমিশনারেটের এই উদ্যোগ সাইবার ক্রাইমের বিরুদ্ধে এক বড় জয় হিসেবে দেখা হচ্ছে। এরফলে সাইবার নিরাপত্তা (Cyber Security) এবং ডিজিটাল সুরক্ষায় সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি পাচ্ছে। বিধাননগর পুলিশ কমিশনারেটের এ ধরনের পদক্ষেপ অন্যান্য পুলিশ বিভাগকে অনুপ্রাণিত করবে এবং সাইবার অপরাধীদের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা দেবে।