Donald Trump: আমেরিকার অর্থনীতিতে বড় পরিবর্তন, মন্দার সম্ভাবনা?

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: আমেরিকার অর্থনীতি (Economy) একটি মন্দার দিকে এগোচ্ছে কিনা, এ বিষয়ে অনিশ্চয়তা বজায় রেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। একটি সাক্ষাৎকারে ট্রাম্প (Donald Trump) বলেছেন, আমেরিকার অর্থনীতি এখন একটি পরিবর্তনশীল অবস্থায় রয়েছে, যেখানে ভবিষ্যৎ সম্পর্কে পূর্বানুমান করা কঠিন। তিনি জানান, প্রেসিডেন্ট পদে আসার পর থেকেই মার্কিন বাণিজ্য (US trade) নীতিতে ব্যাপক পরিবর্তন সাধন করেছেন তিনি। একাধিক দেশের ওপর শুল্ক আরোপ করে, ট্রাম্প (Donald Trump) এমন একটি অবস্থান তৈরি করতে চাইছেন যাতে আমেরিকার হৃত সম্পদ পুনরুদ্ধার করা সম্ভব হয়। তবে এই পদক্ষেপের নেতিবাচক প্রভাবও পড়তে পারে, এমন আশঙ্কা করছেন অনেক বিশেষজ্ঞ।

আরও পড়ুন:Bhupesh Baghel: ছত্তিশগড়ে ২ হাজার ৬১ কোটি টাকার কেলেঙ্কারি!

বিশ্ববাজারে (World Market) এই ধরনের বাণিজ্য যুদ্ধের ফলে আমেরিকার অর্থনীতি অস্থির হতে পারে বলে মনে করছেন অনেকে। বিশেষত, ট্রাম্পের শুল্কনীতির (Customs policy) ফলে মার্কিন বাজারে পণ্যের দাম বেড়ে যেতে পারে এবং ব্যবসায়ীরা অনিশ্চয়তায় ভুগছেন। ট্রাম্পের বক্তব্য, তারা যেটা করছেন তা একটি বৃহৎ প্রকল্প, যা সময়সাপেক্ষ। তিনি বিশ্বাস করেন, এই পরিবর্তনের মাধ্যমে আমেরিকার (America) সম্পদ পুনরুদ্ধার হবে। তবে তিনি সরাসরি মন্দার সম্ভাবনা অস্বীকার করেছেন।

এদিকে, ট্রাম্পের শুল্ক নীতি সম্পর্কে হোয়াইট হাউস (White House) জানিয়েছে যে, কিছু শুল্কের সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে, তবে চিন (China), কানাডা (Canada) ও মেক্সিকোর (Mexico) ওপর বিভিন্ন শুল্কের সিদ্ধান্ত এখনও কার্যকর রয়েছে। বিশেষ করে চিনের পণ্যে শুল্ক বাড়ানো হয়েছে এবং পাল্টা ব্যবস্থা হিসেবে চিনও মার্কিন পণ্যের (US products) উপর শুল্ক আরোপ করেছে।

আরও পড়ুন:Fake Recruitment: সরকারি চাকরির নামে প্রতারণা!

অবশ্য ট্রাম্পের বাণিজ্য সচিব হোয়ার্ড লুটনিক মন্দার সম্ভাবনা সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। তিনি বলেন, বিদেশি পণ্যের দাম কিছুটা বাড়লেও, আমেরিকান পণ্যের দাম কমবে, তাই তার মতে মন্দার কোন আশঙ্কা নেই। তবে আমেরিকার অর্থনীতি (American economy) যদি মন্দার মুখোমুখি হয় তবে তার প্রভাব শুধু দেশেই নয়, সারা বিশ্বের অর্থনীতিতেও পড়বে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/