Elephant Death: দাঁতালের সঙ্গে লড়াইয়ে মৃত্যু মাকনা হাতির

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: টানা ২৪ ঘণ্টার লড়াইয়ের পর প্রাণ হারাল একটি পুরুষ মাকনা হাতি (Elephant Death)। ঘটনাটি কার্শিয়াং ডিভিশনের তরাইয়ের বাগডোগরা জঙ্গলের ঘটনা। ওই জঙ্গল থেকেই মাকনা হাতির দেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: Kaziranga Ban Durga: চোরা শিকারিদের আতঙ্ক ‘বনদুর্গা’ বাহিনী!

বন বিভাগের কার্শিয়াং ডিভিশনের ডিএফও দেবেশ পান্ডে জানিয়েছেন, গতকাল এক মাকনা হাতি দাঁতালের (Elephant Death) সঙ্গে এক তীব্র লড়াইয়ে গুরুতর আহত হয়। তার শারীরিক অবস্থা খুবই সংকটজনক ছিল, কিন্তু যথাযথ চিকিৎসার সুযোগ না পাওয়ায় হাতিটি তার প্রাণ হারায়।

ডিএফও দেবেশ পান্ডে আরও বলেন, “হাতিটি অত্যন্ত গুরুতরভাবে জখম হয়েছিল, কিন্তু সময়মতো চিকিৎসার ব্যবস্থা না হওয়ায় তার প্রাণ বাঁচানো (Elephant Death) সম্ভব হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।” তিনি জানান, মৃত হাতিটির দেহটি ময়না তদন্তের জন্য নেওয়া হবে এবং তারপর ঘটনাস্থলেই শেষকৃত্য করা হবে।

এদিকে, স্থানীয় বন কর্মীরা জানিয়েছেন যে, হাতিটি যখন দাঁতালের সঙ্গে লড়াই করছিল, তখন তার শরীরের বেশ কয়েকটি অংশে গুরুতর আঘাত লেগেছিল। দিনের পর দিন এই হাতি এবং দাঁতালের মধ্যকার সংঘর্ষ ক্রমাগত বেড়ে চলেছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

বন বিভাগের (Forest Department) সংশ্লিষ্ট কর্মকর্তারা এই ঘটনায় তদন্ত শুরু করেছেন। তারা এই ধরনের দুর্ঘটনা রোধে যথাযথ পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা পুনরাবৃত্তি না হয়। বন বিভাগের কর্মকর্তাদের আশ্বাস, স্থানীয় এলাকায় মানুষের নিরাপত্তা এবং বন্যপ্রাণী সুরক্ষার জন্য আরও উন্নত পরিকল্পনা গ্রহণ করা হবে।

এই ঘটনা প্রমাণ করে যে, জঙ্গল এবং বন্যপ্রাণীদের জীবনযাত্রার মধ্যে সংঘর্ষ বাড়ছে, যা কেবল প্রাকৃতিক পরিবেশের জন্য নয়, বরং মানুষের জন্যও একটি উদ্বেগজনক সংকেত। বন বিভাগ ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এই ধরনের সংঘর্ষের কারণ খতিয়ে দেখে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া।