Justin Trudeau: জাস্টিন ট্রুডোর বিদায়, বুড়ো বয়সে কানাডার নতুন প্রধানমন্ত্রী হলেন কে?

breakingnews আন্তর্জাতিক রাজনীতি

নিউজ পোল ব্যুরো: দীর্ঘ ৯ বছর কানাডার প্রধানমন্ত্রীর পদে ছিলেন জাস্টিন ট্রুডো (Justin Trudeau)। তবে সাম্প্রতিককালে তাঁর জনপ্রিয়তা বা অ্যাপ্রুভাল রেটিংয়ে এতটাই ভাঁটা পড়ে যে তাঁর নিজের দল লিবেরাল পার্টির একাংশই ট্রুডোর ইস্তফা দাবি করেছিলেন। শেষপর্যন্ত প্রবল চাপের মুখে নতিস্বীকার করতেই হয়েছে ট্রুডোকে। গত জানুয়ারিতে জানিয়ে দেন যে আর তিনি প্রধানমন্ত্রীর আসনে বসতে চান না।

আরও পড়ুনঃ Tariff War: ট্রাম্পকে শিক্ষা দিতে হবে! ভারতকে বন্ধুত্বের হাত বাড়াল চিন

অবশেষে ট্রুডোর (Justin Trudeau) পরিবর্তে নয়া প্রধানমন্ত্রী পেয়ে গেল কানাডাবাসী। নয়া প্রধানমন্ত্রী বেছে নিতে নির্বাচনের আয়োজন করা হয়েছিল লিবেরাল পার্টির তরফে। এই নির্বাচনে ৮৬ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন রাজনীতিতে নবাগত মার্ক কার্নি (Mark Carney)। ফলে তিনিই হতে চলেছেন কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী।

রাজনীতিতে নবাগত হলেও অনভিজ্ঞ একেবারেই নন কার্নি। এক কথায় বলতে গেলে, বুড়ো হাড়ের ভেল্কি দেখার অপেক্ষায় কানাডাবাসী। কারণ, ৫৯ বছর বয়সে দেশের প্রধানমন্ত্রী হলেন তিনি। হারিয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফিল্যান্ডকে। উল্লেখ্য, কার্নি জানান মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে তিনি আশাবাদী।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এদিকে বিদায়কালে আবেগতাড়িত হয়ে পড়েন বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau)। ভারতের সঙ্গে কূটনৈতিক বিরোধের কারণে রীতিমত চাপে পড়েছিলেন তিনি। নিজের বিদায়ী ভাষণে তিনি বলেন, “দেশের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। গণতন্ত্র বা স্বাধীনতা দেওয়া হয় না। বর্তমানে পড়শী দেশের কাছে অস্তিত্বের সঙ্কট এবং আর আর্থিক সঙ্কটে ভুগছে কানাডাবাসী।” এরই সঙ্গে যোগ করেছেন, “আমায় ভুল বুঝবেন না। বিগত ১০ বছরে আমি যা করেছি তার জন্য গর্বিত।”