Islampur Incident: ভোটার তালিকায় কারসাজি!

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: দেশজুড়ে নির্বাচনকে কেন্দ্র করে প্রতিবারই ভুয়ো ভোটারদের (Fake Voter) নিয়ে বিতর্ক দেখা দেয়। একাধিক জায়গায় দুই রাজ্যের ভোটার লিস্টে (Voter List) একই ব্যক্তির নাম থাকার অভিযোগ ওঠে। এই ধরনের অবৈধ ভোটারদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার এই নির্দেশের পর বিভিন্ন অঞ্চলে দলীয় কর্মীরা সক্রিয়ভাবে ভুয়ো ভোটারদের শনাক্ত করার কাজ শুরু করেছেন। সেই তালিকায় এবার যুক্ত হলো ইসলামপুর ব্লকের (Islampur Block) গুঞ্জেরিয়া গ্রাম পঞ্চায়েত (Gunjaria Gram Panchayat) এলাকা। গুঞ্জেরিয়া এলাকায় দীর্ঘদিন ধরেই ভুয়ো ভোটারদের উপস্থিতির অভিযোগ উঠছিল (Islampur Incident)। স্থানীয়দের দাবি, গত এক বছর আগে এই এলাকায় একাধিক ভুয়ো ভোটারের খোঁজ মেলে। তখন প্রশাসন কিছু নাম বাতিল করলেও এখনো অনেকের নাম বাংলা এবং বিহার (Bihar) উভয় রাজ্যের ভোটার তালিকায় রয়ে গেছে। ফলে এই বিষয়ে আবারও তদন্তের দাবি উঠেছে।

আরও পড়ুন:- Bengal Forest Department: বনদফতরের তৎপরতায় কুমির উদ্ধার

এবার গুঞ্জেরিয়ায় ফের শুরু হয়েছে ভুয়ো ভোটার খোঁজার অভিযান। এলাকার এক যুবক তৌসিফ রেজা (Tausif Reza) হাতে দুই রাজ্যের ভোটার লিস্ট নিয়ে মাঠে নেমেছেন। তার দাবি, এখনো অনেক ভুয়ো ভোটার রয়েছে, যাদের নাম একসঙ্গে পশ্চিমবঙ্গ (West Bengal) ও বিহারের ভোটার তালিকায় রয়েছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি বলে তিনি মনে করেন। তৌসিফ রেজার মতো অনেক স্থানীয় বাসিন্দাই চায়, ভুয়ো ভোটারদের চিহ্নিত করে প্রশাসন যেন কঠোর ব্যবস্থা নেয়। ভোটার কার্ড (Voter ID) হল নাগরিকত্বের গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। কিন্তু যদি এক ব্যক্তির নাম একাধিক রাজ্যের (Islampur Incident) ভোটার তালিকায় থেকে যায়, তবে তা ভোটের স্বচ্ছতা নষ্ট করতে পারে। নির্বাচনী প্রক্রিয়ার সঠিকতা বজায় রাখতে এবং ভোটার তালিকা পরিশুদ্ধ করতে এই ধরনের অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

স্থানীয়দের মতে, শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর নয়, প্রশাসনেরও এ বিষয়ে সক্রিয় হওয়া জরুরি। তাই তারা শীঘ্রই সংশ্লিষ্ট প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। দুই রাজ্যের ভোটার তালিকা থেকে ভুয়ো নাম বাদ দেওয়ার দাবি তুলে তাঁরা যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করবেন। গুঞ্জেরিয়া এলাকার এই উদ্যোগে সাড়া মিলবে কিনা, প্রশাসন কী পদক্ষেপ নেবে, তা সময়ই বলে দেবে। তবে একাধিক ভোটার তালিকায় (Islampur Incident) নাম থাকা ভুয়ো ভোটারদের বিরুদ্ধে যে সচেতনতা এবং পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে, তা নিঃসন্দেহে ইতিবাচক