নিউজ পোল ব্যুরো: এই নিয়ে পরপর দুবার আইপিএল (IPL) থেকে নিজেকে সরিয়ে নিলেন ইংল্যান্ডের (England) ব্যাটসম্যান হ্যারি ব্রুক (Harry Brook)। আইপিএল (IPL 2025) শুরু হতে আর হপ্তা দুয়েকও বাকি নেই। তাঁর আগেই হঠাৎ এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন ইংরেজ ব্যাটার (English Batsman)। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে খেলার কথা ছিল তাঁর। কিন্তু গতবারের পর এবারেও দল পেয়েও নাম প্রত্যাহার করে নিলেন তিনি। ফলে আইপিএল খেলার ব্যাপারে তাঁর উপর নিষেধাজ্ঞা নেমে আসতে পারে।
আরও পড়ুন: IPL Ticket Booking: কবে থেকে পাওয়া যাবে কেকেআরের টিকিট?
রবিবার দিল্লি ক্যাপিটালস এবং এবং তাদের ভক্তদের কাছে “নিঃশর্তভাবে” ক্ষমা চেয়ে ব্রুক (Harry Brook) সামাজিক মাধ্যমে লিখেছে যে ইংল্যান্ডের হয়ে খেলাকেই এগিয়ে রাখছেন তিনি। তাই এমন সিদ্ধান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আশানুরূপ ফল করতে পারেনি ইংল্যান্ড। গ্রুপ পর্বেই বিদায় ঘটেছে তাদের। তারপরেই সীমিত ওভারের ক্রিকেটের নেতৃত্ব ছেড়েছেন জস বাটলার। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সূত্রে খবর পরবর্তী অধিনায়ক হিসেবে বেন স্টোকসের পাশাপাশি ২৬ বছরের ব্রুকও এগিয়ে রয়েছেন দৌড়ে। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। তিনি দায়িত্ব না নিতে চাইলে ব্রুকের হাতেই তুলে দেওয়া হতে পারে নেতৃত্ব।
২০২৩ সাথে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএল অভিষেক ঘটে ব্রুকের (Harry Brook)। সেবার ১৩.২৫ কোটি দিয়ে তাঁকে দলে নিয়েছিল হায়দ্রাবাদ। তবে কেকেআরের বিরুদ্ধে একটি শতরান ছাড়া আর সেভাবে দাগ কাটতে পারেননি তিনি। ১১ ম্যাচে ২১.১১ গড়ে করেন ১৯০ রান। ২০২৪ সালে এসআরএইচ ছেড়ে দিলে তাঁকে দলে নেয় দিল্লি। ঠাকুমার মৃত্যুর কারণে গতবছর খেলা হয়নি তাঁর। এবারেও তাঁকে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু এবারেও দিল্লিকে হতাশ করলেন তিনি।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
আইপিএলে দল পাওয়ার পরেও কোন উপযুক্ত কারণ ছাড়াই অনেক সময় লিগ থেকে সরে দাঁড়ায় অনেক বিদেশী ক্রিকেটার। ফলে সমস্যায় পড়ে ফ্র্যাঞ্চাইজিগুলি। এই কারণে চলতি মরশুমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যদি কোন বিদেশী ক্রিকেটার এইধরণের ঘটনা ঘটান সেক্ষেত্রে তাঁর উপর শাস্তিমূলক নিষেধাজ্ঞা নেমে আসতে পারে। একবছর না খেলার কারণে পরবর্তী দুবছর আইপিএল থেকে নিষিদ্ধ করা হতে পারে সেই খেলোয়াড়কে। এখন দেখার ব্রুকের (Harry Brook) উপর কোন শাস্তির খাঁড়া নেমে আসে কিনা।