নিউজ পোল ব্যুরো: গুগল (Google) একটি নতুন কোয়ান্টাম চিপ (Quantum chip) তৈরি করে প্রযুক্তির জগতে প্রযুক্তির জগতে এক যুগান্তকারী পরিবর্তন (Groundbreaking change) এনে দিয়েছে। এই চিপটি যার নাম ‘ উইলো ‘, বিশেষভাবে তৈরি করা হয়েছে যাতে এটি মাত্র ৫ মিনিটের মধ্যে এমন এক গণনা করতে সক্ষম, যা একটি সুপার যা একটি সুপার কম্পিউটারের (Super computer) করতে ১০^২৫ বছর বা তারও বেশি সময় লাগতো। এই সময়কাল মহাবিশ্বের বয়সের চেয়েও অনেক বেশি।
আরও পড়ুন: Weather Update: তীব্র গরমে নাজেহাল শহর!

গুগলের (Google) সিইও সুন্দর পিচাই নিজে এক্স (আগের টুইটার) হ্যান্ডেলের এই চিঠি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন এবং লিখেছেন, ‘উইলো আমাদের নতুন কোয়ান্টাম কম্পিউটিং চিপ (Computing chip)। এটি অত্যন্ত দ্রুত এবং কার্যকর ভাবে ত্রুটিগুলি কমাতে সক্ষম।’গুগলের (Google) এই চিপের আবিষ্কারের পরই তা নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। চিপটির ক্ষমতা ও সম্ভাবনা নিয়ে প্রযুক্তি বিশ্লেষকরা আশাবাদী। এই প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতে অনেক জটিল সমস্যা সহজেই সমাধান করা সম্ভব হবে।
আরও পড়ুন:Health Tips: শরীরের ‘ডিটক্স’ শক্তি বাড়াতে ময়ূরাসন!
এদিকে ইলন মাস্কও (Elon Musk) এই খবরের প্রতি তার আগ্রহ প্রকাশ করেছেন। সুন্দর পিচাই তার পোস্টে চিপটি দক্ষতা সম্পর্কে লিখলে, ইলন এক শব্দে তার প্রতিক্রিয়া জানান,’ ওয়াও’। এই উত্তরের পর সুন্দর পিচাই ইলনকে জানিয়ে দেন, ‘আমরা যদি একদিন মহাকাশে গিয়ে স্টারশিপের (Starship) সাহায্যে কোয়ান্টাম ক্লাস্টার (Quantum cluster) তৈরি করি, তবে প্রযুক্তির জন্য তা হবে একটি নতুন দিগন্ত।’ ইলন মাস্ক (Elon Musk) বলেন, ‘সম্ভবত একদিন এটা করা হবে। এই কথোপকথনটি পরে সামাজিক মাধ্যমে ভাইরাল (Viral) হয়ে পড়ে এবং প্রযুক্তিপ্রেমীদের মধ্যে একটি নতুন আলোচনা সৃষ্টি হয়।

গুগলের নতুন এই কোয়ান্টাম চিপ প্রযুক্তির উন্নতির এক নতুন অধ্যায়, এটি শুধু প্রযুক্তির সীমা ছাড়িয়ে যাওয়ার পথই খুলে দেয়নি বরং ভবিষ্যতে এর ব্যবহারের সম্ভাবনা এতই বিশাল, যা আমরা এখন কল্পনা করতে পারছি না।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/