অগ্ন্যাশয়ের ক্যানসার (pancreatic cancer) রুখতে ভারতীয় চিকিৎসকের সাফল্য

স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: ভারতীয়দের মধ্যে অগ্ন্যাশয়ের ক্যানসারে (pancreatic cancer) আক্রান্ত হওয়ার হার সম্প্রতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গত ৫ থেকে ১০ বছরে দেশের বিভিন্ন রাজ্যে চালানো সমীক্ষায় চিকিৎসকেরা জানিয়েছেন যে, অতিরিক্ত ধূমপান এবং লাগামছাড়া মদ্যপান এই ক্যানসারের প্রধান কারণ হিসেবে ধরা পড়েছে। অগ্ন্যাশয়ের ক্যানসার (pancreatic cancer) একটি অত্যন্ত ভয়ঙ্কর এবং প্রাণঘাতী রোগ, যার চিকিৎসা খুবই জটিল এবং কেমোথেরাপি বা রেডিয়োথেরাপির মতো চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া অনেক সময় ভয়াবহ হয়ে থাকে।

আর‌ও পড়ুন: Cancer Risk in Idli: ইডলি খেলে বাড়ছে ক্যান্সারের ঝুঁকি!

এমন এক পরিস্থিতিতে, ভারতীয় চিকিৎসক বিনোদ পি বালচন্দ্রন (Vinod P. Balachandran) দাবি করেছেন যে, তিনি অগ্ন্যাশয়ের ক্যানসারের (pancreatic cancer) বিরুদ্ধে একটি কার্যকরী টিকা (cancer vaccine) তৈরি করেছেন। ‘অটোজিন সেভুমেরন’ নামক এই টিকা মেসেঞ্জার আরএনএ প্রযুক্তি ব্যবহার করে ক্যানসার (cancer) কোষের বিরুদ্ধে শরীরের রোগ প্রতিরোধী কোষগুলিকে সক্রিয় করে। এই টিকা বিশেষভাবে ক্যানসার (cancer) ধরা পড়ার পর প্রয়োগ করা হবে এবং এটি শরীরের টি-কোষকে সক্রিয় করে, যা ক্যানসার কোষগুলোকে ধ্বংস করতে সক্ষম। প্রধানত, বালচন্দ্রন ২০১৭ সাল থেকে ক্যানসারের টিকা নিয়ে গবেষণা শুরু করেন। তিনি জানান, অগ্ন্যাশয়ের ক্যানসার বিশ্বের অন্যতম মারাত্মক ক্যানসার, যেখানে রোগ ধরা পড়লে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম থাকে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান কেটেরিং ক্যানসার সেন্টারে বালচন্দ্রন (Balachandran) এই টিকার ট্রায়াল শুরু করেছেন এবং প্রাথমিক পরীক্ষায় সাফল্যও পাওয়া গেছে। যদিও এখনও আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন, তবে এটি ক্যানসার (pancreatic cancer) চিকিৎসার ক্ষেত্রে একটি বড় বিপ্লব আনতে পারে বলে আশা করা হচ্ছে। কার্যকারিতা সম্পর্কে আরও নিশ্চিত তথ্য পেতে চলছে পরীক্ষা-নিরীক্ষা।