নিউজ পোল ব্যুরো: ১০ মার্চ সোমবার (Monday) কেমন কাটবে আপনার দিন? অর্থ লাভের সম্ভাবনা কতটা? স্বাস্থ্য (Health) কেমন থাকবে? দেখে নিন তুলা থেকে মীন রাশিফল (Daily Astrology)।
আরও পড়ুন:Horoscope: আজকের রাশিফল কী বলছে আপনার ভাগ্য?
তুলা রাশি: আজকে আপনার দিনটি (Daily Astrology) বেশ ব্যস্ততায় কাটবে। জীবনে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব আসতে পারে পৈত্রিক সম্পত্তি (Ancestral property) নিয়ে যে বিবাদ Disputeছিল তা মিটে যেতে পারে। আয় Income বাড়ানোর জন্য কিছু পদক্ষেপ নেওয়া দরকার। পরিবারের কোনো সদস্যের বিয়ের সমস্যা (Problem) ও মিটে যাবে।
বৃশ্চিক রাশি: আপনি হঠাৎ লাভের মুখ দেখতে পারেন (Daily Astrology)। ব্যবসায় নতুন পরিকল্পনা (Plan) করতে হতে পারে। স্বাস্থ্যে কিছুটা অবনতি হতে পারে। তবে বিপদে স্ত্রীর সাহায্য পাবেন। নিজের মনোযোগ (Attention) অন্যদিকে চলে যেতে পারে, যা কিছু সমস্যা তৈরি করতে পারে। তাই সতর্ক (Be careful) থাকতে হবে এবং চিন্তা করে কথা বলুন।
আরও পড়ুন:Horoscope: শনিবারে আপনার রাশির জন্য কি নিয়ে আসছে গ্রহ
ধনু রাশি: বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার মাধ্যমে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত (Decision) নিতে হবে আটকে থাকা অর্থ ফিরে পাবেন। কর্মক্ষেত্রসহ কর্মীরা আপনাদের ফাঁদে ফেলতে পারে, তাই সতর্ক (Be careful) থাকুন। একটু পুরস্কার পেতে পারেন এবং নতুন ব্যবসা (Business) শুরু হতে পারে। সন্তানের পরীক্ষায় ভালো ফলাফল আশা করা যাচ্ছে।
কুম্ভ রাশি: কাজের চাপ থাকলে তা কাটিয়ে উঠবেন কিছুটা উত্তেজনা কমবে, পরিবারের কোনো শুভ কাজের (Good job) আয়োজন হতে পারে। গুরুত্বপূর্ণ কাজগুলো সময়মতো শেষ করার চেষ্টা করুন। স্বাস্থ্যগত সমস্যা (Health problems) থাকলে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
মীন রাশি: আপনার আয় বৃদ্ধি পাবে এবং চাকরিতে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোন বন্ধুকে টাকা ধার দিতে হতে পারে। তবে অর্থনৈতিক বিষয়ে কোন সিদ্ধান্ত সোমবারের স্থগিত রাখাই ভালো। স্ত্রীর সঙ্গে সম্পর্কের সমস্যা (Problem) মেটাতে হবে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/