নিউজ পোল ব্যুরো: সপ্তাহের প্রথম দিনেই ঘটল ভয়ঙ্কর ঘটনা। দাউদাউ করে জ্বলে উঠল চলন্ত বাস । ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য (Excitement)ছড়িয়েছে। ময়নাগুড়ি (Maynaguri) এলাকায় চলন্ত বাসে আগুন লাগার খবর পাওয়া গিয়েছে।
সোমবার কর্মব্যস্ত সময় আচমকাই এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ময়নাগুড়ি শহরে। নিত্যযাত্রীরা সহ অন্যান্য যাত্রীদের নিয়ে বাসটি জলপাইগুড়ি (Jalpaiguri) থেকে ছেড়ে মালবাজার (Market) যাচ্ছিল। ময়নাগুড়ি শহরের মাঝেই হঠাৎ আগুন ধরে যায় বাসটিতে।
আরও পড়ুন:Bengal Forest Department: বনদফতরের তৎপরতায় কুমির উদ্ধার
সূত্রের খবর, এনবিএসটিসির (NBSTC) একটি যাত্রীবাহী বাস সোমবার জলপাইগুড়ি থেকে মালবাজার যাচ্ছিল সেই সময় ময়নাগুড়ির সুভাষ নগর এলাকায় হঠাৎ বাসটিতে (NBSTC) আগুন লেগে যায় এই দুর্ঘটনায় বাসের ভেতর থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং তড়িঘড়ি করে বাস থেকে নামার চেষ্টা করেন। এই সময় বাস চালকসহ চারজন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশও দমকল কর্মীরা (Firefighter), দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট (Short circuit) থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বর্তমানে তারা চিকিৎসাধীন।
আরও পড়ুন:Elephant Death: দাঁতালের সঙ্গে লড়াইয়ে মৃত্যু মাকনা হাতির
ইতিমধ্যেই পুলিশ দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে। আগুনের উৎস ও দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত অনুসন্ধান করছে। এই দুর্ঘটনাটি স্থানীয় এলাকার ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে এবং বাসের (NBSTC) নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানোর জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।
বাসযাত্রী (Bus passenger) অমিত দাস জানান, “আমি ড্রাইভারের পেছনের সিটে বসে ছিলাম, প্রথমে অল্প ধোঁয়া বেড়িয়ে আসলে চালক কিছু একটা টেনে বলেন এটা থেকেই হচ্ছে, এর পরেই নিমেষের মধ্যে সম্পূর্ণ বাসটিতে আগুন জ্বলতে শুরু করলে আমরা কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে বাস থেকে নেমে পরি, আমি নিজে এবং চালক সহ অন্যান্য কয়েকজন যাত্রী আহত হয়েছেন।”
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/