নিউজ পোল ব্যুরো: নিখোঁজ তৃণমূলের কাউন্সিলর (TMC Councillor) জয়দেব নস্কর। হ্যাঁ, এমনই পোস্টার পড়ল বিধাননগর পৌর নিগমের ৩৫ নম্বর ওয়ার্ডে। পোস্টারে লেখা রয়েছে, এলাকার প্রতিটি জমি থেকে ২০ থেকে ২৫ লক্ষ তুলে মানুষের পাশে কাউন্সিলর। এই কারণে আগামী দিনে তৃণমূলকে (TMC) আর একটিও ভোট নয়। আর অবিলম্বে জয়দেব নস্করের ইস্তফা চাই।
আরও পড়ুনঃ Bangladesh: বাল্য বিবাহে শীর্ষস্থানে বাংলাদেশ, ধারেকাছে নেই ভারত
সূত্রের খবর, বিধাননগরের ৩৫ নম্বর ওয়ার্ড জুড়ে কাউন্সিলর জয়দেব নস্করের নামে এই পোস্টারগুলি সাঁটিয়েছে সচেতন নাগরিক পক্ষ। পোস্টারে পরিষ্কার কাউন্সিলরের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ করা হয়েছে। বলা হয়েছে যে প্রত্যেক জমি থেকে মোটা অঙ্কের টাকা নিয়েও মানুষের পাশে নেই কাউন্সিলর। বদলে আইনের দ্বারস্থ হয়েছেন তিনি। তাই এলাকার বিল্ডিংগুলিকে বেআইনি বলা হচ্ছে।
গোটা ওয়ার্ড জুড়ে একাধিক জায়গায় এই পোস্টার দেওয়া হয়েছে। আর পোস্টারের নিচে লেখা হয়েছে প্রচারে ৩৫ নম্বর ওয়ার্ড এলাকার সচেতন নাগরিক। যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই কাউন্সিলর জয়দেব নস্করের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে প্রথমে তাঁকে পাওয়া যায়নি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা বিষয়টি অস্বীকার করে বিজেপিকে পাল্টা অভিযুক্ত করেছিলেন তিনি। বলেন, “আসন্ন নির্বাচনের আগে পোস্টারটা যে যারা লাগিয়েছে এর পিছনে যে বিজেপির চক্রান্ত রয়েছে সেটা প্রমাণিত।”
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
তবে শুধু বিজেপিকেই নিশানায় রাখেননি তৃণমূল কাউন্সিলর (TMC Councillor)। হুঁশিয়ারি ছুঁড়ে দিয়েছেন দলবদলুদের উদ্দেশ্যেও। তাঁর কথায়, “সামনে যে নির্বাচন আছে তা মাথায় রেখে নোংরা খেলা শুরু হয়েছে। আর আমি তো মনে করি এতে শুধু বিজেপি কর্মীরাই নয়, ২০২১ সালে কিছু লোক জার্সি বদলে তৃণমূলে এসেছে, তারাও আছে।” তৃণমূলের কাউন্সিলরের এহেন মন্তব্যে খুব স্বাভাবিকভাবেই শুরু হয়েছে নয়া জল্পনা। উল্লেখ্য, এই জয়দেব নস্করই দিনকয়েক আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক ম্যাচের আগে নিজের ওয়ার্ডে ভারতের জয় কামনায় মা তারার পুজো এবং যজ্ঞ করিয়েছিলেন। নিজে দাঁড়িয়ে থেকে এই পুজো করান তিনি।