CV Anand Bose: রাজ্যপালের নাম করে প্রতারণা, সতর্ক করল পুলিশ

Uncategorized

নিউজ পোল ব্যুরো: খোদ রাজ্যের রাজ্যপালের (CV Anand Bose) নাম করে প্রতারণা। ভাবতে পারেছেন। তাই এখনই প্রতারকের হাতে না পরে এখনই সাবধান হন। এই নিয়ে রাজভবন থেকেও জারি করা হয়েছে সতর্কতা। রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Anand Bose) নাম করে কেউ যদি কিছু বলে তা এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি রাজ্যপাল সংক্রান্ত কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে পুলিশের কাছে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

রাজভবনের তরফে এই নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে রাজভবনে একাধিক অভিযোগ জমা পড়েছে যেখানে সোশাল মিডিয়ায় রাজ্যপালের নামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে আর্থিক প্রতারণা করা হয়েছে। রাজ্যের সকল মানুষকে সতর্ক করে জানানো হয়েছে প্রতারক প্রতারণার জাল বিছোচ্ছে
কখনও ফোন করে আবার কখনও সামনা সামনি দেখা করার মাধ্যমে। রাজ্যপালের নাম করে নানা কাজ করিয়ে দেওয়ার ও সুবিধা পাইয়ে টোপ দেওয়া হচ্ছে। অনেকেই এই পাতা ফাঁদে পা দিয়েছেন। যার বেশ কতগুলি অভিযোগ জমা পড়েছে। মাঝে এই ঘটনা বন্ধ হলেও নতুন করে আবার একই অভিযোগ সামনে আসছে। তাতেই নড়েচড়ে বসেছে রাজভবন। তাই কোনও রকম কোনও ঝুঁকি না নিয়েই তদন্তকারীরা অফিসাররা সতর্ক করেছেন ।

আরও পড়ুনঃ Siliguri: এসিপির অপমানজনক কাজে ক্ষুব্ধ জনগণ!

রাজভবনের এক মুখপাত্র জানিয়েছেন, “প্রতারকরা যদি রাজ্যপালের নাম করে কাউকে কোনও সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে টাকা চায়, তৎক্ষণাৎ পুলিশে অভিযোগ দায়ের করুন।” বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখাক হচ্ছে বলে জানানো হয়েছে রাজভবন থেকে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো রাজ্যপালের নাম করে ঘটা (Bengal Govornor) এই ধরনের ঘটনা যদিও নতুন নয় এর আগে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নাম করে প্রতারণার চেষ্টার অভিযোগ উঠেছিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নাম করে খোলা হয়েছিল সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট। সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ সামনে এসেছিল।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/