Voter Fraud: ভোটার কার্ডে জালিয়াতির অভিযোগ, সংসদে আলোচনার দাবি রাহুলের

কলকাতা দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: আজ সোমবার থেকে শুরু হয়েছে সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়। সেখানেই উঠেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) তোলা অভিযোগ ‘ভূতুড়ে’ ভোটার (Voter Fraud) ইস্যুর প্রসঙ্গ। অধিবেশনের শুরুতেই তুমুল হইচইয়ের পর তৃণমূল রাজ্যসভা থেকে ওয়াক আউট করে। এই অধিবেশনে থেকেই সোমবার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi ) ভোটার তালিকা ইস্যুতে লোকসভায় আলোচনার দাবি জানিয়েছেন। ভোটার তালিকা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলে দেওয়ার পরেই বিজেপি (BJP) বিরোধী আরও কয়েকটি রাজনৈতিক দল কিছু প্রশ্ন উত্থাপন করেছে।

সোমবার লোকসভায় জিরো আওয়ারে এই বিষয়টি উত্থাপন করে রাহুল গান্ধী বলেন, “পুরো বিরোধী দল ভোটার তালিকা নিয়ে আলোচনার দাবি জানাচ্ছে। সরকার ভোটার তালিকা তৈরি করে না বলে আপনার মন্তব্য আমরা গ্রহণ করি। তবে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনার দাবি জানাই” সারা দেশ জুরেই ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। শুধু তৃণমূল নয়, মমতার অভিযোগের পর মহারাষ্ট্র সহ প্রতিটি রাজ্যে বিরোধীরা এক সুরে প্রশ্ন তুলেছে বলেও এদিন দাবি করেছেন কংগ্রেস নেতা। রাহুল গান্ধীর এই মন্তব্যের আগে তৃণমূল কংগ্রেসের সদস্য সৌগত রায় বলেছেন, ভোটার তালিকায় কিছু ত্রুটি রয়েছে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন যে মুর্শিদাবাদ এবং বর্ধমান সংসদীয় আসনে এবং হরিয়ানায় একই EPIC (নির্বাচনী ছবি পরিচয়পত্র) নম্বর দেওয়া ভোটাররা উপস্থিত ছিলেন।” এদিন সৌগত রায় বলেছেন, “তৃণমূলের একটি প্রতিনিধিদল ভোটার তালিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করছে।”

আরও পড়ুনঃ Rohingya: সীমান্ত পেরিয়ে বাংলায় অনুপ্রবেশের চেষ্টা, গ্রেফতার ২ রোহিঙ্গা

এদিন তিনি ভোটার তালিকার পুঙ্খানুপুঙ্খ সংশোধনেরও দাবি জানান, বিশেষ করে আগামী বছর পশ্চিমবঙ্গ এবং আসামে বিধানসভা নির্বাচনের আগে। সৌগত রায় সোমবার বলেছেন, “কিছু গুরুতর ত্রুটি রয়েছে। মহারাষ্ট্রের ক্ষেত্রে এটি উল্লেখ করা হয়েছে, যেখানে ভোটার তালিকার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। হরিয়ানায় এটি উল্লেখ করা হয়েছে। তারা এখন পশ্চিমবঙ্গ এবং আসামে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছে যেখানে আগামী বছর নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ভোটার তালিকা সম্পূর্ণরূপে সংশোধন করা হোক। নির্বাচন কমিশনকে দেশকে জবাব দিতে হবে কেন তালিকায় কিছু ভুল হয়েছে।” এই দাবিকেই এদিন রাহুল গান্ধী সমর্থন করেছেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, ওয়াকিবহল মহলের মতে বিরোধী শিবি দেশজুড়ে চার ইস্যু নিয়ে বিজেপিকে কোণঠাসা করতে মরিয়া। যার মধ্যে অন্যতম এই ভোটার কার্ড ইস্যু (Voter Fraud) ।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/