Rohit Sharma: টি-২০ বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন হিটম্যান?

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: প্রত্যাশামতই চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) বিজয়ী ভারত। রোহিত শর্মা (Rohit Sharma) নেতৃত্বে টিম ইন্ডিয়া এক বছরেরও কম সময়ে জিতে নিল দুটি আইসিসি ট্রফি। অন্যদিকে ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে কোনো টুর্নামেন্টের একটি ম্যাচেও টস না জিতে টুর্নামেন্ট জয়ের রেকর্ড গড়ে ফেললেন হিটম্যান। তবে মাঠে নয়। আসল চমকটা ভারত অধিনায়ক দিয়েছেন মাঠের বাইরে।

আরও পড়ুনঃ Champions Trophy : বিশ্বকাপ না পেলেও বিশ্বচ্যাম্পিয়ন ভারত!

গত ২৯ জুন বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরও একই ঘটনা ঘটিয়েছিলেন রোহিত (Rohit Sharma)। ফাইনালে ম্যাচের সেরার পুরস্কার নিতে গিয়ে বিরাট কোহলি নিজের অবসরের কথা ঘোষণা করেন। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই সাংবাদিক সম্মেলনে এসে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানান হিটম্যানও। মনে করা হয়েছিল, রবিবারের দুবাইতেও সেই ছবিটা ফিরে আসতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে থেকেই রোহিতের অবসর নিয়ে জল্পনা তুঙ্গে।

রবিবার ট্রফি জয়ের পর আবার সেই সাংবাদিক সম্মেলনে এসেই চমকটা দিলেন ভারত অধিনায়ক। এখানে অবসরের কথা নিজেই উড়িয়ে দিয়ে তিনি বলেন, “আমি ওডিআই ক্রিকেট ছাড়ছি না। ভবিষ্যৎ নিয়ে এখনই কোনো পরিকল্পনা নেই। যেমন চলছে তেমনিই চলবে।” এরই সঙ্গে তাঁর সংযোজন, “আমি চাইনা ভবিষ্যতে এই নিয়ে আর কোনো গুজব ছড়াক।”

রোহিত শর্মার (Rohit Sharma) এহেন মন্তব্যের পরই একদিকে যেমন নতুন করে আশায় বুক বাঁধতে শুরু করেছে ভারতীয় সমর্থকরা। অন্যদিকে তেমনিই বিশেষজ্ঞরা মনে করছেন, টি-২০ বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর এবার ৫০ ওভারের বিশ্বকাপকেই পাখির চোখ করতে চান হিটম্যান। ২০২৩ সালে ঘরের মাঠে গোটা টুর্নামেন্ট অপরাজেয় থাকার পর ফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছিল টিম রোহিতের। তারপর থেকে টানা দুটি আইসিসি ট্রফি জিতে নিলেন। তবে বিশ্বকাপের তুলনা তো বিশ্বকাপই, না?

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

আগামী ২০২৭ সালে ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে। সে সময় রোহিত ৪০ ছুঁইছুঁই। কিন্তু বিশ্বকাপ জয়ের স্বপ্নে যে এখনো বিভোর হয়ে রয়েছেন তিনি তা যেন এ দিনের মন্তব্যই বলে দিচ্ছে। উল্লেখ্য, ভারতীয় অধিনায়কদের মধ্যে আইসিসি ট্রফি জেতার তালিকায় কপিল দেব এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে টপকে রবিবাসরীয় দুবাইয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন রোহিত। তাঁর নামের পাশে এখন দুটি আইসিসি ট্রফি। সামনে শুধুই মহেন্দ্র সিং ধোনি। যিনি জিতেছেন মোট তিনটি ট্রফি। দু’বছর পর আজকের অধিনায়ক রোহিত হয়ত নিজের প্রথম অধিনায়কের রেকর্ডকে স্পর্শ করারই স্বপ্ন দেখছেন। কে বলতে পারে!