নিউজ পোল ব্যুরো: বলিউডের অন্যতম জনপ্রিয় পাওয়ার কাপল (Power Couple) সইফ আলি খান এবং করিনা কাপুর খান। তাঁদের ভালোবাসার কাহিনি যেমন রূপকথার মতো, তেমনই তাঁদের সংসারও চিরসবুজ বলে মনে হয়। ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা, আর প্রায় ১৩ বছর ধরে সুখী দাম্পত্য কাটাচ্ছেন। দুই সন্তান— তৈমুর ও জেহ-কে নিয়ে তাঁদের সাজানো সুন্দর পরিবার। তবে সম্প্রতি বলিউড মহলে গুঞ্জন উঠেছে, এই সম্পর্ক কি আদৌ ঠিকঠাক চলছে (Saif-Kareena Separation)? বলিউডের ‘পটৌদি বেগম’ করিনা কাপুর বরাবরই স্পষ্টবক্তা। তিনি কথার মারপ্যাঁচ পছন্দ করেন না, যা বলেন একেবারে সোজাসাপ্টা বলেন। তবে এক মাস আগে তার একটি মন্তব্য নতুন করে বিতর্কের ঝড় তোলে। যদিও সরাসরি বিচ্ছেদ (Divorce) নিয়ে কিছু বলেননি তিনি, তবে তাঁর বক্তব্যের মধ্যে কিছু ইঙ্গিত পেয়েছেন নেটিজেনরা।
আরও পড়ুন:- Mimi-Subhashree: তিক্ততা মিটিয়ে কাছাকাছি টলিউডের দুই সুন্দরী!

ঠিক কী বলেছিলেন করিনা? তিনি নাকি বলেছিলেন, “জীবন খুব অনিশ্চিত, কখন কী হয় বলা যায় না। কখনও কখনও সম্পর্ক ঠিক রাখার জন্য একপক্ষকেই বেশি চেষ্টা করতে হয়।” এই মন্তব্যের পর থেকেই গুঞ্জন তুঙ্গে। তবে কি সইফ-করিনার সম্পর্কেও কিছু একটা সমস্যা দেখা দিয়েছে? সম্প্রতি আইফা অ্যাওয়ার্ডস (IIFA Awards)-এর এক অনুষ্ঠানে করিনা কাপুরকে তাঁর প্রাক্তন প্রেমিক শাহিদ কাপুরের সঙ্গে বেশ কাছাকাছি কথা বলতে দেখা যায়। শুধু তাই নয়, তাঁকে শাহিদকে আলিঙ্গন করতেও দেখা যায়! স্বাভাবিকভাবেই সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে যায়, আর শুরু হয়ে যায় জল্পনা। প্রসঙ্গত, একসময় শাহিদ ও করিনার প্রেম ছিল বলিউডের অন্যতম চর্চিত বিষয়। তাঁদের জুটি ‘জব উই মেট’ (Jab We Met) সিনেমার পর আরও জনপ্রিয় হয়ে ওঠে, তবে ব্যক্তিগত জীবনে সেই সম্পর্ক টেকেনি। বহু বছর পর তাঁদের একসঙ্গে দেখা যেতেই অনুরাগীদের মনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। তবে কি করিনা ও সইফের সম্পর্কে সত্যিই কোনো সমস্যা রয়েছে (Saif-Kareena Separation)?এর মধ্যেই একটি নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এক জ্যোতিষীর (Astrologer) ভবিষ্যদ্বাণী অনুযায়ী, আগামী দেড় বছরের মধ্যে সইফ-করিনার দাম্পত্যে বড়সড় চ্যালেঞ্জ আসতে চলেছে! এমনকি তাঁদের সম্পর্ক শেষ হয়ে যেতে পারে বলেও দাবি করেছেন ওই জ্যোতিষী। যদিও এই ধরনের ভবিষ্যদ্বাণী সবসময় সত্যি হয় না, তবুও অনুরাগীরা চিন্তায় পড়েছেন। কারণ, বলিউডে অতীতে অনেক তারকার সম্পর্কের ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছে। উদাহরণস্বরূপ, অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাইয়ের দাম্পত্য জীবন নিয়েও বহুবার গুঞ্জন উঠেছে। তাহলে কি সইফ-করিনার ক্ষেত্রেও কিছু সত্যি ঘটতে চলেছে?
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
সইফ আলি খান ও করিনা কাপুর বরাবরই তাঁদের সম্পর্ককে খুব ব্যক্তিগতভাবে সামলান। তাঁরা মিডিয়ার সামনে খুব বেশি ব্যক্তিগত সমস্যা (Saif-Kareena Separation) নিয়ে কথা বলেন না। তবে তাঁদের ঘনিষ্ঠ সূত্রের মতে, এই মুহূর্তে বিচ্ছেদের কোনো পরিকল্পনা নেই তাঁদের। বরং তাঁরা নিজেদের জীবন এবং ক্যারিয়ার নিয়েই ব্যস্ত। তবে বলিউডের অন্দরে এই ধরনের গুঞ্জন নতুন নয়। একসময় সইফ আলি খান ও অমৃতা সিংয়ের (Amrita Singh) বিবাহবিচ্ছেদ (Divorce) নিয়েও কম চর্চা হয়নি। তাহলে কি দ্বিতীয়বারের জন্য সম্পর্ক ভাঙার পথে হাঁটতে চলেছেন সইফ? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে। সইফ-করিনার বিচ্ছেদের খবর আপাতত শুধুই গুঞ্জন। কিন্তু বলিউডে যে কোনো গুজব এক সময় বাস্তবে পরিণত হতে পারে, এমনটাই দেখা গিয়েছে অতীতে। এই মুহূর্তে অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন, তাঁদের প্রিয় পাওয়ার কাপল কবে এই নিয়ে মুখ খোলেন। সময়ই বলে দেবে, এই জল্পনা শুধুই রটনা নাকি সত্যিই বড়সড় কিছু ঘটতে চলেছে!