Sougata Roy: আইসিইউতে তৃণমূল সাংসদ সৌগত রায়

breakingnews রাজনীতি

নিউজ পোল ব্যুরো: আজ সোমবার থেকে শুরু হওয়া সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়ে ভূতুড়ে ভোটার ইস্যু নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। তার সেই দাবিকে সমর্থন জানিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তবে অধিবেশনের দ্বিতীয়ার্ধে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দমদমের তৃণমূল সাংসদ। সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করা হয়েছে নিকটবর্তী রামমনোহর লোহিয়া হাসপাতালে। সূত্রের খবর আইসিইউ-তে একাধিক শারীরিক পরীক্ষা হয়েছে তৃণমূল সাংসদের। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তৃণমূল সাংসদ।

আরও পড়ুন: CV Anand Bose: রাজ্যপালের নাম করে প্রতারণার অভিযোগ, সতর্ক করল পুলিশ

সূত্রের খবর সংসদের অধিবেশন চলাকালীন হঠাৎ‌ই অসুস্থ হয়ে পড়েন তৃণমূল কংগ্রেসের (TMC) সাংসদ সৌগত রায় (Sougata Roy)। সোমবার সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব চলার সময় বিকেলের দিকে তিনি পিঠে ব্যথা এবং নানান অস্বস্তি অনুভব করেন। এরপর তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিন সকালে  তৃণমূল কংগ্রেসের সদস্য সৌগত রায় বলেছেন, ভোটার তালিকায় কিছু ত্রুটি রয়েছে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন যে মুর্শিদাবাদ এবং বর্ধমান সংসদীয় আসনে এবং হরিয়ানায় একই EPIC (নির্বাচনী ছবি পরিচয়পত্র) নম্বর দেওয়া ভোটাররা উপস্থিত ছিলেন।” এদিন সৌগত রায় বলেছেন, “তৃণমূলের একটি প্রতিনিধিদল ভোটার তালিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করছে।”

আরও পড়ুনঃ Rohingya: সীমান্ত পেরিয়ে বাংলায় অনুপ্রবেশের চেষ্টা, গ্রেফতার ২ রোহিঙ্গা

সোমবার সৌগত রায় (Sougata Roy) ভোটার তালিকার পুঙ্খানুপুঙ্খ সংশোধনেরও দাবি জানান, বিশেষ করে আগামী বছর পশ্চিমবঙ্গ এবং আসামে বিধানসভা নির্বাচনের আগে। সৌগত রায় বলেছেন, “কিছু গুরুতর ত্রুটি রয়েছে। মহারাষ্ট্রের ক্ষেত্রে এটি উল্লেখ করা হয়েছে, যেখানে ভোটার তালিকার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। হরিয়ানায় এটি উল্লেখ করা হয়েছে। তারা এখন পশ্চিমবঙ্গ এবং আসামে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছে যেখানে আগামী বছর নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ভোটার তালিকা সম্পূর্ণরূপে সংশোধন করা হোক। নির্বাচন কমিশনকে দেশকে জবাব দিতে হবে কেন তালিকায় কিছু ভুল হয়েছে।” এই দাবিকেই এদিন রাহুল গান্ধী সমর্থন করেছেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, ওয়াকিবহল মহলের মতে বিরোধী শিবি দেশজুড়ে চার ইস্যু নিয়ে বিজেপিকে কোণঠাসা করতে মরিয়া। যার মধ্যে অন্যতম এই ভোটার কার্ড ইস্যু (Voter Fraud) ।