নিউজ পোল ব্যুরো: ফের শিরোনামে চোপড়া (Chopra)। চা বাগানের জমি দখল নিয়ে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছে। সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে ঘটনায় আহত হয়েছেন শিশু-সহ ৮জন আহত হয়েছেন। সূত্রের খবর চা বাগানের জমি নিয়ে চোপড়ার চেতনাগছে সংঘর্ষের ঘটনায় বাড়িতে আগুন লেগেছে।
স্থানীয় সূত্রে খবর চোপড়ার চেতনাগাছে যাবতীয় বিবাদের সূচনা আট বিঘা জমিকে ঘিরে। ওই জমিকে ঘিরে একটি পরিবারের দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল বলে খবর মিলেছে। মহম্মদ হাকিমুদ্দিন নামের এক ব্যক্তির দাবি করেছেন ওই আটবিঘা জমি তাঁদের পরিবারের। তবে সেই জমি ছেড়ে দেওয়ার জন্য কিছু দুষ্কৃতী চাপ দিচ্ছিল বলে অভিযোগ। এমনকি সোমবারেও হুমকি দেওয়া হয়। তার পরেই মঙ্গলবার সকালে দুষ্কৃতীর দল গ্রামে ঢুকে তাঁদের পরিবারের উপর চড়াও হয় বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে খবর লাঠিসোটা, ছুরি, বোমা, বন্দুক নিয়ে ১৫০-২০০ জনের একটি দল গ্রামে ঢুকে পড়ে। বাড়ির পুরুষ ব্যক্তিদের অনুপস্থিতিতে ট্র্যাক্টর দিয়ে জমা চষা শুরু করা হয়। পরিবারের মহিলারা বাধা দিলে লাঠিসোটা নিয়ে তাঁদের উপর দুষ্কৃতীরা চড়াও হয় বলে অভিযোগ। তাতেই আহত হন শিশু সহ ৮ জন।
আরও পড়ুনঃ Hyderabad: একই পরিবারের ৪ জনের দেহ উদ্ধার
আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতাল এবং চোপড়া চোপড়ার (Chopra) স্থানীয় লোধন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশের একটি দল। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। স্থানীয় সূত্রে খবর অভিযুক্ত এবং আহত দুই পক্ষই তৃণমূলের (TMC) লোক।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/