AAP: গুজরাট-গোয়াতে একাই লড়বে আপ, জানিয়ে দিলেন অতিশী

breakingnews দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: দিল্লি বিধানসভা নির্বাচনে শোচনীয় হার হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দল আম আদমি পার্টির (AAP)। বিজেপি আপের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে ক্ষমতা। তবে ভেঙ্গে পড়তে নারাজ কেজরির দল। ২০২৭ সালে রয়েছে গুজরাট ও গোয়াতে বিধানসভা নির্বাচন। সেখানে কি জোট সঙ্গীকে সঙ্গে নিয়ে লড়বে আম আদমি পার্টি? এই প্রশ্নের উত্তরই জানিয়ে দিলেন দিল্লি বিধানসভার বিরোধী দলনেত্রী অতিশী।

সোমবার আম আদমি পার্টির (AAP) সিনিয়র নেত্রী আতিশী বলেছেন যে কংগ্রেসের সাথে জোট না করেই দলটি ২০২৭ সালের গোয়া এবং গুজরাটে একাই প্রতিদ্বন্দ্বিতা করবে। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী মারগাওতে দলের অফিস উদ্বোধন করতে উপকূলীয় রাজ্যে এক দিনের সফরে গিয়েছিলেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে আতিশী বলেন, “আমরা (গোয়া এবং গুজরাট) নির্বাচনে একাই প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত হচ্ছি। এখনও পর্যন্ত জোটের কোনও আলোচনা হয়নি।” তিনি আরও বলেছেন, ২০২২ সালে গোয়ার মানুষ বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছিল, কিন্তু একই সময়ে কংগ্রেস ১১টি আসন জিতেছিল এবং এর ৮ জন বিধায়ক পরে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তিনি জানিয়েছেন, কংগ্রেস প্রধান বিরোধী দল, মাত্র তিনজন বিধায়ক নিয়ে, এবং আপের দুইজন বিধায়ক ছিলেন।

আরও পড়ুনঃ JU Student Protest: যাদবপুরে উত্তাল আন্দোলন!

এদিন অতিশী বলেন, “২০২২ সালের নির্বাচনে যখন দুই আপ প্রার্থী জয়ী হন, তখন গুজব ছিল যে তারা দুই মাসও দলে টিকতে পারবেন না। কিন্তু তারা এখনও দলের সঙ্গে আছেন কারণ তারা রাজনীতি থেকে অর্থ উপার্জন করতে আসেননি।” বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে আপ (AAP) জোটে আপ আগ্রহী কিনা জানতে চাইলে তিনি বলেন, “যখন ১১ জন বিধায়কের মধ্যে ৮জন বিজেপিতে যোগ দেন, তখন বাকি দলগুলি কী করছিল? আপ দেখিয়েছে যে আমাদের দুই বিধায়ক নির্বাচিত হয়েছেন এবং এখনও দলের সঙ্গে আছেন। বিজেপিও আমাদের বিধায়কদের প্রলুব্ধ করার চেষ্টা করেছিল।” এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল, দিল্লি বিধানসভা নির্বাচনে ৪৮টি আসন পেয়েছে বিজেপি, অন্যদিকে আপকে থামতে হয়েছে মাত্র ২২ আসনেই।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/