নিউজ পোল ব্যুরোঃ বিরিয়ানি (biryani) বড়ই সাধের জিনিস। এই স্বাদের ভাগ দেওয়া বড়ই মুশকিল। কিন্তু সেই বিরিয়ানি বাকিতে না দেওয়াতে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। শুধু মার নয় মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগও সামনে এসেছে। এই ঘটনা নিয়ে টেকনো সিটি থানায় (techno city Police station) অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে নিউটাউন শাপুরজি এলাকায়। অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় নিউটাউন সাপুর্জি এলাকায় একটি বিরিয়ানির দোকানে অজয় সরদার নামে এক যুবক বাকিতে বিরিয়ানি চায়। কিন্তু দোকানের কর্মচারীরা তাকে বিরিয়ানি না দেওয়াতে হুমকি দিতে থাকে অজয় সরদার নামে ওই যুবক। ওই যুবক মাঝে মধ্যেই দোকানে এসে টাকার দাবী করে বলেও অভিযোগ বিরিয়ানি ব্যবসায়ী রূপম বিশ্বাসের। বাকিতে বিরিয়ানি নিয়ে যায়। পরে সেই টাকা দেয় না বলেও অভিযোগ সামনে এসেছে।
আরও পড়ুনঃ Robot: বাংলার প্রথম কোনও সরকারি হাসপাতালে বসছে রোবোটিক সার্জারির রোবট
আজ মঙ্গলবার দশ প্লেট বিরিয়ানির (biryani) দাবী করে ওই যুবক। কিন্তু সেটা না দিতেই দোকানে ভাঙচুর করে বলে অভিযোগ। এরপর দোকানের মালিক রূপম বিশ্বাস দোকানে এলে তখন তাকে মারধর করা হয়। উইকেট দিয়ে মাথায় মেরে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর মঙ্গলবার রাতে টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের করা হয়। গোটা ঘটনার তদন্তে টেকনো সিটি থানার পুলিশ। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/