নিউজ পোল ব্যুরো: চাঞ্চল্যকর ঘটনা। পাকিস্তানের (pakistan) বোলানে হাইজ্যাক (Hijack Train) করা হল জাফর এক্সপ্রেস। ১২০ জন যাত্রীকে নিয়ে ট্রেনটিকে হাইজ্যাক করা হয়। এই ঘটনাতে নিহত হয়েছেন ছয়জন পাক সেনা। ছয়জন সামরিক কর্মীকে হত্যার দায় স্বীকার করেছে বালোচ লিবারেশন আর্মি (BLA)। সেই সঙ্গেই দেওয়া হয়েছে হুমকি। এই গোষ্ঠীটি সতর্ক করে দিয়েছে যে তাদের বিরুদ্ধে যেকোনো সামরিক অভিযান করলে ট্রেনের মধ্যে থেকে আটক করা যাত্রীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে।
কোয়েটা থেকে ১২৫ কিমি দূরে ট্রেন হাইজ্যাক করা হয়। এক বিবৃতিতে, বিএলএ জানিয়েছে যে তাদের যোদ্ধারা বোলানের ধাদরের মাশকাফে “সূক্ষ্মভাবে পরিকল্পিত অভিযান” চালিয়েছে। বালোচ লিবারেশন আর্মি জানিয়েছে, “আমাদের মুক্তিযোদ্ধারা রেলপথ উড়িয়ে দিয়েছে, যার ফলে জাফর এক্সপ্রেস থামতে বাধ্য হয়েছে। যোদ্ধারা দ্রুত ট্রেনের নিয়ন্ত্রণ নিয়েছে এবং সমস্ত যাত্রীকে আটক করে রেখেছে।” গোষ্ঠীটি সেনার উদ্দেশ্যে সতর্বার্তা জারি করে ঘোষণা করেছে, “যদি সেনা বাহিনী কোনও সামরিক অভিযানের চেষ্টা করে, তাহলে পরিণতি ভয়াবহ হবে। আটক ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং এই রক্তপাতের দায় কেবল অভিযানকারী বাহিনীর উপর বর্তাবে।” বিএলএ মুখপাত্র জানিয়েছেন যে বিএলএ মাজিদ ব্রিগেড ফাতেহ স্কোয়াড এবং এসটিওএস এই অভিযান পরিচালনা করছে। ট্রেনে ৫০০ জন যাত্রী ছিলেন তার মধ্যে ১০০ জনের ব্যক্তিকে পণবন্দি করা হয়েছে।
আরও পড়ুনঃ Shiliguri Incident: শিলিগুড়িতে চার দুষ্কৃতী গ্রেফতার, উদ্ধার ডাকাতির সরঞ্জাম
এই ঘটনাটি ঘটে (Hijack Train) যখন জাফর এক্সপ্রেসটি পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারে যাচ্ছিল। ট্রেনের লাইনে বিস্ফোরক রেখে গোটা ট্রেন হাইজ্যাক করা হয়। জাফর এক্সপ্রেসকে লক্ষ করে পর পর গুলি চলার খবরও মিলেছে। বালোচ লিবারেশন আর্মি (BLA)র দাবি পাক বায়ুসেনাকে হামলা বন্ধ করতে হবে তা না হলে গোটা ট্রেনকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/