নিউজ পোল ব্যুরো: ঘটনাটি বীরভূম জেলার (Birbhum News) মহম্মদবাজার থানার সেকেড্ডা গ্রাম পঞ্চায়েতের দীগল গ্রামের ঘটনা। উল্লেখ্য, রাস্তা পার হওয়ার নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বচসা ও ধীরে ধীরে তা মারামারির রূপ ধারণ করে। এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর ও আহত হয়েছেন। স্থানীয় সূত্র অনুযায়ী, আহতরা দাবি করেছেন, তারা তৃণমূল কংগ্রেস (TMC);দলের কর্মী এবং যারা তাদের মারধর করেছে, তারা সিপিআইএম (CPIM) দলের সঙ্গে সম্পর্কিত। মারামারি ও উত্তেজনার কারণে গ্রামে এক অস্থির পরিবেশ সৃষ্টি হয়েছে, যা পরিস্থিতি আরও জটিল করেছে।
আরও পড়ুন: Birbhum News: মায়ের মৃত্যুতেও অটল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী
ঘটনাটি (Birbhum News) ঘটে মঙ্গলবার সকালে। আনারুল সেখ রাস্তা পার হওয়ার সময় একটি অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয় । আনারুল সেখ অভিযোগ করেছেন, তিনি রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন এবং সেই সময় সেখ সমিরুল ও সেখ জামিরুল তাঁকে বাধা দেন। এর পরেই দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। আনারুল ও তার সঙ্গীরা মারধরের শিকার হন, এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে দু’জনকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে (Super Speciality Hospital) ভর্তি করা হয়েছে, যেখানে তাদের চিকিৎসা চলছে।

প্রসঙ্গত, মনে করা হচ্ছে এই হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। এই মারামারির (Birbhum News) ফলে গ্রামে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং মহম্মদবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ বর্তমানে ঘটনাটি তদন্ত করছে এবং আহতদের চিকিৎসা পরিস্থিতির ওপর নজর রাখছে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
গ্রামের বাসিন্দারা জানিয়েছে যে, এটি ছিল একটি পুরনো বিরোধের ফলস্বরূপ সংঘর্ষ। রাস্তা পার হওয়া নিয়ে এর আগেও কয়েকবার তর্ক-বিতর্ক হয়েছে। যদিও কিছু সময়ের জন্য শান্তি ছিল, তবে আজকের (Birbhum News) এই সংঘর্ষ আবারও পুরনো রেষারেষিকে উসকে দিয়েছে।