নিউজ পোল ব্যুরো: কোচবিহার জেলার হলদিবাড়ি সীমান্তে (Haldibari Border) আবারও গরু পাচারের চেষ্টার ঘটনা সামনে এল। বিএসএফ (BSF – Border Security Force) কড়া নজরদারির মাধ্যমে এক পাচারকারীকে আটক করেছে। সোমবার রাতে দক্ষিণ বড় হলদিবাড়ি সীমান্ত এলাকায় (India-Bangladesh Border) এই ঘটনা ঘটে। ধৃত যুবকের নাম রুবেল হক (Rubel Haque), বয়স ২৮ বছর, তিনি হলদিবাড়ির মধ্য হুদুমডাঙ্গার চৈতুর মোড় এলাকার বাসিন্দা। বিএসএফের ১৫ নম্বর ব্যাটালিয়নের (15th Battalion) সদস্যরা তাকে গরুসহ আটক করেছে বলে সূত্রের খবর(BSF Arrest)। প্রাথমিক সূত্রে খবর, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পাচারকারী দল সীমান্তের খালপাড়া ও ডাঙ্গাপাড়া এলাকার মাঝামাঝি কাঁটাতারের কাছে পৌঁছানোর চেষ্টা করছিল। তাদের লক্ষ্য ছিল ভারতীয় সীমান্ত (Indian Territory) পেরিয়ে বাংলাদেশে (Bangladesh) গরু পাচার (Cattle Smuggling) করা। কিন্তু ঠিক সেই সময় বিএসএফের (BSF) টহলদারি দল (BSF Patrolling Team) সক্রিয় হয়ে ওঠে এবং দ্রুত অভিযান চালিয়ে রুবেল হককে আটক করে।
আরও পড়ুন:- Visva-Bharati University : বিশ্বভারতীর বসন্ত উৎসব, রঙের খেলা ও রবীন্দ্রনাথের সুর
বিএসএফের হাতে ধরা পড়ার সময় পালানোর চেষ্টা করেছিল রুবেল। কিন্তু সীমান্তে নিরাপত্তা বাহিনীর কড়া পাহারায় সে সফল হতে পারেনি। দৌড়ে পালাতে গিয়ে সে ভারসাম্য হারিয়ে পড়ে যায় এবং তার পায়ে গুরুতর চোট লাগে। আহত অবস্থায় তাকে প্রথমে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে (Haldibari Rural Hospital) নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর, সোমবার রাতেই তাকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের (Jalpaiguri Medical College and Super Specialty Hospital) সুপার স্পেশালিটি বিভাগে স্থানান্তর করা হয়। বিএসএফ সূত্রে খবর, আটক যুবকের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের জন্য তাকে জিজ্ঞাসাবাদ (Interrogation) করা হবে। বিশেষ করে, তার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, সীমান্তে এই ধরনের পাচার চক্র (Smuggling Racket) কীভাবে কাজ করে, সে বিষয়ে তদন্ত চলছে। বিএসএফের জিজ্ঞাসাবাদের(BSF Arrest) পর রুবেল হককে পুলিশের (West Bengal Police) হাতে তুলে দেওয়া হবে বলে খবর। সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচার বেশ বেড়ে গেছে। বিএসএফের কড়া নজরদারি এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে টহলদারি চালানোর ফলে একের পর এক পাচারের প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে। সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি ক্যামেরা (Surveillance Cameras), ড্রোন (Drone Monitoring), নাইট ভিশন ডিভাইস (Night Vision Devices) এবং প্রশিক্ষিত কুকুর (Sniffer Dogs) ব্যবহার করা হচ্ছে, যাতে পাচারকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া যায়।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
হলদিবাড়ি, দিনহাটা (Dinhata), মেখলিগঞ্জ (Mekhliganj) ও তুফানগঞ্জ (Tufanganj) সীমান্ত অঞ্চল গরু পাচারের জন্য পরিচিত। প্রায়ই এই সমস্ত এলাকায় পাচারকারীরা বিভিন্ন কৌশল অবলম্বন করে বাংলাদেশে গরু পাঠানোর চেষ্টা করে। তবে বিএসএফের কঠোর নিরাপত্তা বেষ্টনীর কারণে পাচারকারীরা সফল হতে পারছে না। এই ঘটনায় আবারও স্পষ্ট হয়ে গেল যে, সীমান্ত এলাকায় অবৈধ পাচার (Illegal Trafficking) বন্ধ করতে বিএসএফ(BSF) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিরাপত্তা বাহিনীর সতর্কতার(BSF Arrest) কারণেই রুবেল হকের মতো পাচারকারীরা ধরা পড়ছে, যা সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে সাহায্য করছে।