Burdwan Municipality: বেআইনি ৮ তলা বাড়ি ভাঙার নির্দেশ, মামলা আদালতে

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: বর্ধমান পুরসভা (Burdwan Municipality) সম্প্রতি একটি আটতলা বাড়ি (storey building) পুরোপুরি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে। এই নির্দেশের পর বাড়ির মালিক আদালতে ছুটে গিয়েছেন। তিনি জানিয়েছেন যে, আদালতের নির্দেশ মান্য করবেন। তবে শহরের মধ্যে এখনও একাধিক বেআইনি (illegal) নির্মাণের কাজ চলছে, যেগুলোর বিরুদ্ধে পুরসভা কর্তৃক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ TMC Councillor: কাটমানির অভিযোগে নিখোঁজ পোস্টার, বিজেপিকে পাল্টা দুষলেন তৃণমূল কাউন্সিলর

এই আটতলা বাড়ির নির্মাণকালীন সময় থেকে বর্ধমান পুরসভা (Burdwan Municipality) নানা অভিযোগের মুখে পড়েছে। জানা গেছে, বর্ধমান শহরের কালীবাজার মোড় ও জিটি রোড (GT Road) সংলগ্ন একটি এলাকায় এই ভবনটি নির্মাণ হচ্ছিল। তবে পুরসভা জানায়, এই নির্মাণের জন্য কোনও অনুমোদন নেওয়া হয়নি। ৩ ডিসেম্বর বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার (Paresh Chandra Sarkar) নিজে উপস্থিত থেকে নির্মাণ স্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি এই ভবনটি বেআইনি (illegal construction) হিসেবে চিহ্নিত করেন এবং তার নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

পাশাপাশি, মালিককে প্রয়োজনীয় কাগজপত্র (documents) নিয়ে পুরসভায় হাজির হওয়ার নির্দেশও দেওয়া হয়। কিন্তু, অভিযোগ, মালিক পরবর্তী সময়ে কখনও পুরসভায় আসেননি এবং কোনো কাগজপত্রও দেখাননি। এর ফলস্বরূপ, পুরসভা আটতলা ভবনটির মালিককে একটি নোটিশ পাঠায়, যেখানে জানানো হয় যে, আগামী ১৫ দিনের মধ্যে এই অবৈধ ভবনটি ভেঙে ফেলা হবে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

পুরসভার অভিযোগ, বেআইনি এই নির্মাণের জন্য বিভিন্ন নিয়মনীতি লঙ্ঘন করা হয়েছে। অবৈধ নির্মাণের বিরুদ্ধে পুরসভা এখনও কঠোর অবস্থানে রয়েছে, এবং শহরের মধ্যে অন্যান্য বেআইনি নির্মাণের বিরুদ্ধে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।

এখন প্রশ্ন হলো, ভবিষ্যতে এই ধরনের বেআইনি নির্মাণ বন্ধ করতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, এবং ভবিষ্যতে কি আরও কঠোর আইনগত ব্যবস্থা (legal action) গ্রহণ করা হবে? এটা নিশ্চিত যে, পুরসভা তাদের কাজ চালিয়ে যাবে এবং এই ধরনের পরিস্থিতি যাতে ভবিষ্যতে সৃষ্টি না হয়, সে বিষয়ে তারা সতর্ক থাকবে।