নিউজ পোল ব্যুরো: দীঘার (Digha) জগন্নাথ মন্দিরের উদ্বোধনের আগে সৈকত শহরকে পরিচ্ছন্ন রাখতে এক নতুন উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। “ক্লিন দীঘা, গ্রিন দীঘা” (Clean Digha, Green Digha) প্রকল্পের আওতায় শুরু হয়েছে পরিবেশবান্ধব প্রচারাভিযান। মূলত পর্যটন কেন্দ্র হিসেবে দিঘার পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং প্লাস্টিক বর্জন করতে এই কর্মসূচি নেওয়া হয়েছে।
আরও পড়ুন:- Burdwan Municipality: বেআইনি ৮ তলা বাড়ি ভাঙার নির্দেশ, মামলা আদালতে

মঙ্গলবার দীঘা (Digha) শংকরপুর উন্নয়ন পর্ষদের (Digha Sankarpur Development Authority – DSDA) দফতরে এক আলোচনা সভা হয়, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, রামনগর-১ ব্লকের বিডিও পুজা দেবনাথসহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। সভার পরপরই সৈকত শহরে পরিচ্ছন্নতা অভিযান (Cleanliness Drive) শুরু হয়। পরিষ্কার-পরিচ্ছন্নতার বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে এবার গানের মাধ্যমে সচেতনতা প্রচার চালাচ্ছে প্রশাসন। প্রতিদিন সকালে আবর্জনা সংগ্রহের (Waste Collection) ভ্যান হোটেলগুলিতে গিয়ে এই গান বাজাবে, যাতে হোটেল মালিক ও পর্যটকরা সচেতন হন। প্লাস্টিক বর্জনের (Plastic Waste Management) ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এই অভিযানে। মৎস্য মন্ত্রী জানান, সৈকতে ভেসে আসা মৃত সামুদ্রিক প্রাণীদের দ্রুত অপসারণের জন্য বিশেষ যন্ত্রের (Special Equipment) ব্যবস্থা করা হবে। সৈকত ও হোটেলগুলিতে পর্যাপ্ত ডাস্টবিন সরবরাহ করা হয়েছে, যেখানে বায়োডিগ্রেডেবল (Biodegradable) এবং নন-বায়োডিগ্রেডেবল (Non-Biodegradable) আবর্জনা আলাদা করে ফেলতে হবে। স্থানীয় বাসিন্দারা জানান নিজের ঘর পরিষ্কার রাখার পাশাপাশি বাইরের জগতটাকেও পরিষ্কার রাখতে হবে আমাদের।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
পরিচ্ছন্ন দীঘা গড়তে এবার থেকে নিয়ম ভাঙলে জরিমানা (Fine) ধার্য করা হবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। এছাড়া, সৈকত এলাকায় বড় বড় ডিজিটাল বোর্ড (Digital Display Boards) বসানো হচ্ছে, যেখানে পরিবেশ দূষণের ক্ষতিকর দিক তুলে ধরা হবে। পর্যটকদের সহযোগিতা এবং স্থানীয় বাসিন্দাদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দীঘাকে একটি পরিচ্ছন্ন ও সবুজ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।