নিউজ পোল ব্যুরো: ফের প্রশ্ন উঠেছে নারী নিরাপত্তা নিয়ে। তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার (Arrested) প্রৌঢ়। গত কয়েকদিনের ব্যবধানে কলকাতায় (Kolkata) ঘটে চলেছে একের পর এক ধর্ষণের ঘটনা। যা নিয়ে রাজ্যজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। । এই আবহেই কলকাতার হোটেলে দিল্লির বাসিন্দা এক তরুণীকে ধর্ষণের অভিযোগ সামনে এসেছিল। সেই ঘটনাতে পুলিশ গ্রেফতার (Arrested) করেছে এক প্রৌঢ়কে।
গত ৭ মার্চ রাত ৮টা নাগাদ এই ঘটনাটি ঘটেছিল বলে পুলিশ সূত্রে খবর। দিল্লির বাসিন্দা ওই নির্যাতিতা তরুণী কলকাতার একটি পানশালায় কাজ করেন। তাকে চাকরির প্রলোভন দেওয়া হয় বলেই পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন। ৫৯ বছর বয়সি ওই ব্যক্তি নিজেকে ব্যবসায়ীর পরিচয় দিয়ে একটি হোটেলে ডেকেছিলেন । গত ৭ মার্চ অভিযুক্ত প্রৌঢ় চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কলকাতার শরৎ বোস রোডের একটি হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে তরুণী জানিয়েছেন।
আরও পড়ুনঃ Fake Voter: ভূতুড়ে ভোটার ইস্যুতে মুখ্য নির্বাচন কমিশনে TMC-BJP
তরুণীর পুলিশের কাছে তার আরও অভিযোগে জানিয়েছে এই বিষয়ে মুখ খুললে পরিণতি ভালো হবে বলেও হুমকি দেন ব্যবসায়ী। এমনকি প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। তরুণীর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে জানানো হয়েছে, তারা এই ঘটনার তদন্তে কোনো গাফিলতি করবে না এবং দোষী প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে শহরের সাধারণ মানুষ চাইছেন, প্রশাসন যেন এমন ঘটনা বন্ধ করতে আরও কঠোর পদক্ষেপ নেয়, যাতে কলকাতার শুধু নয় প্রতেকটি নারী নিজেদের নিরাপদ মনে করতে পারেন
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/