Donald Trump: মেঘের আড়াল থেকে খেলছেন ট্রাম্প, হার নিশ্চিত ইউক্রেনের

আন্তর্জাতিক রাজনীতি

নিউজ পোল ব্যুরো: রামায়ণে মেঘনাদ মেঘের আড়াল থেকে যুদ্ধ করতেন। তাই তাঁকে হারানো ছিল অতি দুষ্কর কর্ম। বর্তমানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সেই মেঘনাদের ভূমিকাতেই অবতীর্ণ হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সে কারণেই এই যুদ্ধের অদৃশ্য নিয়ন্ত্রক তিনিই। যা রুশ ভূখণ্ড কুর্স্কে অনেকটাই নিশ্চিত করে দিচ্ছে ইউক্রেনের হার। আসলে কি ঠিক এটাই চেয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি?

আরও পড়ুনঃ Bangladesh: বাল্য বিবাহে শীর্ষস্থানে বাংলাদেশ, ধারেকাছে নেই ভারত

ফেব্রুয়ারি মাসের শেষের দিকে হোয়াইট হাউসে ট্রাম্পের (Donald Trump) সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন ইউক্রেনের রাষ্ট্রপ্রধান ভলোদিমির জেলেনস্কি। এই ঘটনার পরই ইউক্রেনকে সমস্ত রকমের সহযোগিতা করা বন্ধ করে দেয় ওয়াশিংটন। এতেই যেন একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে কুর্স্কের মাটিতে কিভের শোচনীয় পরাজয়।

উল্লেখ্য, গত তিন বছর ধরে চলমান যুদ্ধে ইউক্রেনের সাফল্য বলতে একমাত্র ।কুর্স্ক-ই। সীমান্ত লাগোয়া এই রুশ ভূখণ্ড গত প্রায় সাড়ে সাত মাস ধরে নিজেদের দখলে রাখতে সমর্থ হয়েছে জেলেনস্কির সেনারা। তবে এখন আর সেটা সম্ভব নয় বলেই মনে করছে তারা। কারণ, কুর্স্ক উদ্ধারে এবারে কার্যত মরিয়া হয়ে উঠেছে মস্কো। তারা যে সেনা অভিযান চালাচ্ছে তা ঠেকাতে প্রয়োজন অত্যাধুনিক মার্কিন অস্ত্রশস্ত্র। এদিকে ট্রাম্পের সঙ্গে বচসার পর সেইসব হাতিয়ার আসার পথ নিজে হাতেই বন্ধ করে ফেলেছেন জেলেনস্কি।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এই পরিস্থিতিতে ট্রাম্প (Donald Trump) যেন একইসঙ্গে রামায়ণের মেঘনাদ এবং মহাভারতের শ্রীকৃষ্ণের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। একদিকে মেঘনাদের মত যেমন মেঘের আড়াল থেকে আসল খেলা খেলছেন। অন্যদিকে ঠিক শ্রীকৃষ্ণের মত যুদ্ধের নিয়ন্ত্রণও তাঁরই হাতে। যুদ্ধের পরিণতি কী হতে চলেছে তা যেন তিনিই ঠিক করে দেবেন। বিশ্লেষকরাও মনে করছেন, আমেরিকার সহযোগিতা ছাড়া এই মুহূর্তে আর এক পাও এগোনো সম্ভব নয় কিভের পক্ষে। তাই ইতিমধ্যেই কুর্স্ক থেকে ৮০ হাজার সেনা প্রত্যাহার করে নিয়েছে তারা।